সতর্ক বিসিবি, কারণ...


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৬:৫৪ পিএম
সতর্ক বিসিবি, কারণ...

বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ঘটনায় স্তব্ধ মিরপুর ক্রিকেট পাড়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগের অন্যতম ফ্রাঞ্চাইজি বরিশাল বুলসের সমন্বয় আউয়াল চৌধুরীর সঙ্গে মনমালিন্যের ঘটনার পরই বেশ সতর্ক বিসিবি। 

তারই ধারাবাহিকতায় গণমাধ্যমের সঙ্গে আলাপের ব্যাপারে জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি), অনূর্ধ্ব-১৯ দল, মহিলা দলের ক্রিকেটারদেরও সতর্ক করে দেয়া হয়েছে।

হঠাৎ বিসিবির এমন কড়াকড়ি আচরণের কারণ জানতে চাইলে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘আসলে নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতেই কিছুটা কঠোর হয়েছে বিসিবি। কথা বলার ক্ষেত্রে আগে থেকেই কিছু নিয়ম ছিল।

সেটিও নতুন ক্রিকেটার যারা এসেছেন তাদের মনে করিয়ে দেয়া হচ্ছে। আর জিম, একাডেমি এখানে ক্রিকেটারদের ব্যক্তি পরিবেশটা যেন বজায় থাকে তার জন্য কিছুটা কড়াকড়ি করা হচ্ছে। আমরা চাই সব কিছু একটা নিয়মের মধ্যেই হোক।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানালেন ভিন্ন কথা। মিডিয়ায় বিপিএল ফ্রেঞ্চাইজি মালিক ও বিসিবির পরিচালক ও টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে খোলামেলা ঝামেলার পর বিসিবি একটু সতর্কতা অবলম্বন করছে।

‘ক্রিকেটারসহ বেশ কয়েকজন ক্রিকেট কর্মকর্তা সংবাদমাধ্যমে বে-ফাঁস মন্তব্য করেছে, যা আমাদের বিব্রত করেছে। মূলত আমরা চাই সব কিছু সুশৃঙ্খল ভাবেই হোক। এটা আসলে একটা নিয়মের মধ্যে সবাইকে রাখার চেষ্টা মাত্র। কড়াকড়ি কিছু নয়।’
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর