বিপিএলের পর্দা উঠছে শুক্রবার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৫, ০২:২৭ এএম
বিপিএলের পর্দা উঠছে শুক্রবার

মাঠে ব্যাটে-বলের লড়াই শুরু হওয়ার দুই দিন আগে পর্দা উঠছে বিপিএলের তৃতীয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।  দর্শকদের প্রবেশের জন্য মাঠের গেট খোলা হবে বিকাল তিনটায়।

উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবে দেশের দুই জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড এলআরবি ও চিরকুট। বিকাল পাঁচটায় মঞ্চে এলআরবির উঠার কথা রয়েছে। এলআরবি ও চিরকুটের গান পরিবেশনের সাথে নৃতশিল্পী মৌ অংশ নিচ্ছেন। থাকবেন সঙ্গীতশিল্পী মমতাজ। সন্ধ্যা ছয়টা মঞ্চে উঠবেন মমতাজ।  এছাড়া বলিউড তারকা হৃতিক রোশন, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও সঙ্গীত শিল্পী কেকে অংশ নেবেন। আয়োজন করা হবে আলোকসজ্জারও।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) – এর সভাপতি নাজমুল হাসান পাপন। রাত আটটায় মঞ্চে উঠে তার বক্তব্য রাখার কথা রয়েছে।

ঢাকা ব্যাংকে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট বিক্রি করা হচ্ছে। টিকেটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা ও সর্বোচ্চ ২০,০০০ টাকা। এছাড়া ৩০০, ৪০০০ ও ১০,০০০ টাকা মূল্যের টিকেট রয়েছে।

খেলা বিভাগের আরো খবর