‘১০’-এর রেকর্ডে কুম্বলেকে ছুঁলেন হেরাথ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৯:১৭ পিএম
‘১০’-এর রেকর্ডে কুম্বলেকে ছুঁলেন হেরাথ

রঙ্গনা হেরাথের মিডল ও লেগ স্টাম্পের বলটা রিভার্স সুইপ করতে গেলেন সিকান্দার রাজা। কিন্তু বল রাজার ব্যাট ও প্যাড ফাঁকি দিয়ে ভেঙে দিল স্টাম্প, বোল্ড। হেরাথ ছুঁলেন রেকর্ড।

সেঞ্চুরিয়ান রাজাকে ফিরিয়েই কলম্বো টেস্টে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেছেন হেরাথ। প্রথম ইনিংসেও নিয়েছিলেন ৫ উইকেট। ম্যাচে ১০ উইকেট।

এই নিয়ে অষ্টমবার ম্যাচে ১০ উইকেট নিলেন হেরাথ। শ্রীলঙ্কান লেগ স্পিনার ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারতীয় স্পিনার অনিল কুম্বলেকে।

১৩২ টেস্টের ক্যারিয়ারে কুম্বলে ১০ উইকেট নিয়েছিলেন আটবার। হেরাথ ৮১তম টেস্টেই ছুঁয়ে ফেললেন কুম্বলেকে।

ম্যাচে বেশিবার ১০ উইকেট আছে আর কেবল তিনজনের। সর্বোচ্চ ২২ বার হেরাথেরই পূর্বসূরি মুত্তিয়া মুরালিধরনের। দুই অঙ্ক ছুঁয়েছেন আর একজন- অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন (১০ বার)। তৃতীয় সর্বোচ্চ ৯ বার স্যার রিচার্ড হ্যাডলির। এরপরই যৌথভাবে চারে হেরাথ ও কুম্বলে।

হেরাথ ইনিংসে পাঁচ উইকেট নিলেন ৩১ বার। তার ওপরে আছেন কুম্বলে (৩৫ বার), হ্যাডলি (৩৬ বার), ওয়ার্ন (৩৭ বার), মুরালি (৬৭)।

খেলা বিভাগের আরো খবর