মাশরাফিকে পেতে দল মালিকদের কাড়াকাড়ি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৮:৫০ পিএম
মাশরাফিকে পেতে দল মালিকদের কাড়াকাড়ি

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যার হাত ধরেই ক্রিকেট বিশ্বে লাল-সবুজের পতাকা বেশ পরিচিত।  জাতীয় দল কিংবা ঘরোয়া টুর্নামেন্ট সব জায়গাতেই মাশরাফি মানে নতুন প্রাণ, নতুন উদ্যোম। তাই তো আসন্ন বিপিএলে মাশরাফিকে পেতে দল মালিকদের কাড়াকাড়ি লক্ষ্য করা যাচ্ছে।

জানা গেছে, মাশরাফি রংপুর রাইডার্সে যোগ দিচ্ছেন। দেশের অন্যতম শীর্ষ কর্পোরেট হাউজ বসুন্ধরা গ্রুপ এবার রংপুরের মালিকানা কিনে নিয়েছে।  একটি উচ্চপর্যায়ের দায়িত্বশীল সূত্র মোটামুটি নিশ্চিত করেছে, মাশরাফি কুমিল্লা ছেড়ে এবার রংপুরে নাম লেখাতে যাচ্ছেন। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে পেতে রংপুর ফ্র্যাঞ্চাইজিও নাকি যারপরনাই আগ্রহী। দু’পক্ষের কথা-বার্তাও নাকি একরকম চূড়ান্ত।

প্রশ্ন উঠতে পারে মাশরাফি দল পরিবর্তন করলে কুমিল্লায় যোগ দেবেন কে? জানা যায়, তার বদলে তামিম ইকবাল যোগ দিচ্ছেন কুমিল্লাতে।  অন্য দিকে তামিম ইকবালের পুরনো শিবির চিটাগাং ভাইকিংসও নাকি তাকে দলে ধরে রাখতে বদ্ধপরিকর। তারাও যেকোনো মূল্যে তামিমকে দলে রাখতে আগ্রহী। যদি তাই হয়, তাহলে তামিম ইকবালকে নিয়ে চিটাগাং ও কুমিল্লার মধ্যে একটা লড়াই হয়ে যাবে। তাতে তামিম ইকবালেরই লাভ হবে। কে জানে, তার মূল্যই হয়তো হবে সর্বাধিক।

এদিকে আজ সুরমা এক্সেস চাচ্ছে আইকন হিসেবে মাশরাফিকে ভিড়াতে। দেশীয় তারকা ক্রিকেটারদের প্রতি নজর তাদের। এ বিষয়ে দলটির সমন্বয় শফিকুল আলম বলেছেন, আইকন হিসেবে মাশরাফি অথবা সাব্বিরকেই চায় তারা।  

তাই প্রশ্ন উঠতে পারে, কোন দিকে যাবেন মাশরাফি?

উল্লেখ্য, মাশরাফি বিন মর্তুজা বিপিএলে হ্যাট্রিক শিরোপা জয় করেন।  লিগের প্রথম দুই আসরে তার হাত ধরে শিরোপা জিতেছিলো ঢাকা গ্ল্যাডিয়েটর্স। আর তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জিতিয়ে ছিলেন তিনি।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর