বিপিএলের নতুন দল ‘সুরমা সিক্সেস’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৬:০০ পিএম
বিপিএলের নতুন দল  ‘সুরমা সিক্সেস’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হতে এখনো তিন মাসেরও বেশি সময় বাকি। তার আগেই দল গোছাতে ব্যস্ত ফ্রাঞ্জাইজিগুলো।  আসছে বিপিএল হবে নতুন নিয়মে।  বাড়ছে দল ও বিদেশি খেলোয়াড় ভিড়ানোর সংখ্যা।

নভেম্বরের ৪ তারিখে শুরু হতে যাওয়া বিপিএলে প্রতি দলের একাদশে পাঁচজন করে বিদেশি ক্রিকেটার রাখার অনুমতি দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এমন হলে একটি দল বাড়ার পরও দেশি খেলোয়াড়দের অংশগ্রহণ বাড়বে না।  তবে বিপিএল কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘দল বাড়ায় খেলোয়াড় সংকট থাকছে, এজন্যই পাঁচ বিদেশি ক্রিকেটার নেয়ার ব্যবস্থা হয়েছে। ’

সে চিন্তা মাথায় রেখে প্রতিটি দলই তাদের দল গোছাতে ব্যস্ত। যে যেভাবে পারছে বিদেশি তারকা ক্রিকেটারদের নিজেদের দলে ভিড়াচ্ছেন।  এক্ষেত্রে এগিয়ে ঢাকা ডায়নামাইট।  পিছিয়ে নেই চট্টগ্রাম-রাজশাহীর মতো দলগুলো।

এদিকে দল গঠনের পাশাপাশি নিজ দলের নাম পরিবর্তনের কথাও ভাবছে দলগুলো। ইতোমধ্যে ‘সিলেট সুপারস্টার’ তাদের ফ্রাঞ্জাইজির নাম পরিবর্তনের আভাস দিয়েছে। সম্প্রতি এ বিষয়ে সিলেট সুপারস্টারের সমন্বয়ক শফিকুল ইসলাম বলেছেন, সিলেটের ইতিহাস-ঐতিহ্যের কথা মাথায় রেখে দলটির নাম ‘সিলেট সুপারস্টার’ থেকে ‘সুরমা সিক্সেস’ চিন্তা ভাবনা করছি আমরা। অর্থাৎ বিপিএল পঞ্চম আসরে নতুন নামে আসছে দলটি। পাওয়া যাবে না সিলেট সুপারস্টারকে।

প্রসঙ্গত, এ নিয়ে দলটি তৃতীয়বারের মতো দল পরিবর্তন করতে যাচ্ছে।  প্রথমে এর নাম ছিল সিলেট রয়্যালস।  তৃতীয় আসরের সময় নাম পরিবর্তন করে হয়  ‘সিলেট সুপার স্টার’। 
গো নিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর