রশিদ খানকে নিয়ে ইংল্যান্ডে কাড়াকাড়ি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০১৭, ০৫:১৫ পিএম
রশিদ খানকে নিয়ে ইংল্যান্ডে কাড়াকাড়ি

ক্রিকেটে অবিশ্বাস্য উত্থান আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের। আর তাই তো তাকে দলে নিতে উঠে পড়ে লেগেছে কাউন্টির দুই দল। 

অবশ্য এমনটাই হওয়ার কথা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ভয়ংকর বোলিং যে এখনো তাজা সবার মনে। ১৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিবীয়দের একাই হারিয়ে দিয়েছেন রশিদ।পরের ম্যাচেও তাঁর লেগ স্পিনে ধস নেমেছিল স্বাগতিক দলে। রশিদের স্পেল শেষ হওয়ার পরই জয়ের পথে এগোতে পেরেছে উইন্ডিজরা। 
২৯ ওয়ানডেতে ৬৩ উইকেট পাওয়া রশিদ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এখন সব ইংলিশ বোলারের চেয়ে এগিয়ে। এবারের আইপিএলেও সবার আলোচনার কেন্দ্রে ছিলেন রশিদ। এমন অস্ত্রকে সবাই দলে টানতে চাইবে—এটাই স্বাভাবিক।তবে একটা বাধা আগে পেরোতে হবে তাঁকে। যুক্তরাজ্যের ভিসার কঠিন নিয়মকানুন পার করাটাই কঠিন হবে তাঁর জন্য। 

রশিদকে কাউন্টিতে আনার জন্য খোদ ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডই চেষ্টা করছে। ‘এলিট’ শ্রেণির খেলোয়াড়দের ক্ষেত্রে ভিসার নিয়মকানুন শিথিল করে দেওয়া হয়।  এ কারণে আফগানিস্তান এখন টেস্ট স্ট্যাটাস পেয়েছে, এ হিসেবে রশিদকে একজন ‘এলিট’ খেলোয়াড়ের মর্যাদা দেওয়া যায় কি না, সে প্রশ্ন রাখা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে।  সে উত্তর পেলেই রশিদকে নিয়ে কাড়াকাড়ির বিজয়ীর নামও জানা যাবে। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর