কোহলির ‘সুন্দর আচরণে’ অবাক হয়েছিলেন ফখর জামান!‌


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০১৭, ০২:৪৯ পিএম
কোহলির ‘সুন্দর আচরণে’ অবাক হয়েছিলেন ফখর জামান!‌

কেটে গেছে ১০ দিনেরও বেশি।  কিন্তু এখনো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিনটা ঘুরেফিরে আসছে তার ভাবনায়, তার কথায়। এই যেমন ফখর জামান শোনালেন, তিনি সেঞ্চুরি করার পর ওভালে কোহলি আর ধোনির আচরণ কেমন ছিল।  পাকিস্তান ক্রিকেটের নতুন নায়ক ফখরের কথায়, ‘‌আমি যখন ব্যাট করছিলাম, কোহলি আর ওর সঙ্গীরা কিছু না কিছু বলেই যাচ্ছিল।  তাই সেঞ্চুরির করার পর মনে হয়েছিল ওরা আমাকে উপেক্ষা করবে।  কিন্তু বিরাটের দিকে তাকিয়ে অবাক হয়ে গিয়েছিলাম!‌ ও মাটির দিকে তাকিয়েছিল।  কিন্তু হাততালি দিচ্ছিল।  আমার জন্য!‌ সত্যিই ভাবিনি।  তবে ধোনিকে দেখে হতাশ হয়েছিলাম।  কারণ, আমি সেঞ্চুরি করার পর, ওর মধ্যে কোনও প্রতিক্রিয়া দেখিনি।  অদ্ভুত নির্লিপ্ত ছিল!‌’‌

এইটুকু বলে থামেননি ফখর।  শুনিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের ঘটনাও।  ফখরের কথায়, ‘‌সেদিন গ্যালারিতে ৮০ শতাংশই ছিলেন আমাদের সমর্থক।  আজহার আলি আমাকে বারবার সতর্ক করছিল।  বলছিল, ঝুঁকি না নিতে।  কিন্তু ওকে প্রতিবারই একই উত্তর দিচ্ছিলাম।  ব্যাটে–বলে যদি ঠিকঠাক হয় তা হলে আমি চার, ছয় মারবই। ’‌

ইংরেজি বলায় স্বচ্ছন্দ নন।  তবে তা নিয়ে লজ্জা নেই।  বরং এই না জানাটাই যে প্লাঙ্কেটের সঙ্গে ঝামেলা লাগতে দেয়নি, সে কথা বলেছেন।  ঠিক কী হয়েছিল?‌ ফখর জানান, ‘‌আম্পায়ারের সঙ্গে কাজ চালানোর মতো ইংরেজি আমি বলতে পারি।  কিন্তু এটাও বুঝতে পারছিলাম, সেদিন ইংল্যান্ডের ক্রিকেটাররা আমাদের স্লেজিং করছে।  প্লাঙ্কেট তো একবার সোজা আমার দিকে এগিয়ে এলো।  তারপর কিছু একটা বললও।  কী বলল বুঝিনি।  আমি মাথা নেড়ে ওকে শুধু বললাম, নো ইংলিশ।  আমার ভাবগতিক বুঝে ওই–ই সরে গেল।  ওই ঘটনার পর দেখি, আম্পায়ার হাসতে হাসতে আমার দিকে এগিয়ে এলেন।  হাত মেলালেন।  তারপর বললেন, ওয়েল ডান। ’‌

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর