আইসিসি র‌্যাংকিংয়ে মোস্তাফিজ ছয়ে, সাকিব নয়ে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০১৭, ০৯:৩০ পিএম
আইসিসি র‌্যাংকিংয়ে মোস্তাফিজ ছয়ে, সাকিব নয়ে

বাংলাদেশের বোলিং আক্রমণের দুই ভরসা নাম- সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। সম্প্রতি বল হাতে যদিও এ দুই বোলার খুব একটা ভালো করতে পারছে না। তবুও সবার প্রত্যাশা আবারও ছন্দে ফিরবেন তারা। 

আইসিসির ওয়ানডে ও টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে নেই সাকিব-মোস্তাফিজ। তবে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এখন সেরা দশে রয়েছেন বাংলাদেশের এই দুই বোলার। তালিকায় মোস্তাফিজের অবস্থান ছয়ে আর সাকিব রয়েছেন নয় নম্বরে।

মোস্তাফিজের নামের পাশে জমা আছে ৬৯৫ রেটিং পয়েন্ট। আর সাকিবের সংগ্রহ ৬৪৮ রেটিং। পাকিস্তানের অলরাউন্ডার ইমাম ওয়াসিম রয়েছেন তালিকার শীর্ষে। তার অর্জিত রেটিং পয়েন্ট সংখ্যা ৭৮০।

টি-টোয়েন্টির অলরাউন্ডারের তালিকায় শীর্ষেই আছেন সাকিব। বাংলাদেশি এই তারকার পুঁজি ৩৫৪ রেটিং পয়েন্ট। সাকিবের ঠিক পরের অবস্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অসি এই অলরাউন্ডার সংগ্রহ করেছেন ৩৪৪।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর