রনকির পর এবার অবসর নিলেন নিউজিল্যান্ডের যে খেলোয়াড়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ০২:৪৮ পিএম
রনকির পর এবার অবসর নিলেন নিউজিল্যান্ডের যে খেলোয়াড়

রনকির পর এবার অবসর নিলেন নিউজিল্যান্ডের আরেক জাতীয় দলের খেলোয়াড়। একই দিনে অবসর নিলেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার। উইকেটরক্ষক লুক রনকির পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের ৩৭ বছর বয়সী ডানহাতি অফ স্পিনার জিতান প্যাটেল। রনকির মতো প্যাটেলও নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ছিলেন দুই বন্ধু।

২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন এ অফ স্পিনার। ঐ বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম টি-২০ খেলেন প্যাটেল। পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই হয় টেস্ট অভিষেক।

২০০৯ সালের পর নিউজিল্যান্ডের জার্সি গায়ে দীর্ঘদিন দেখা যায়নি প্যাটেল। ফিরেন সাত বছর পর। টেস্টে ফিরেন ভারতের বিপক্ষে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও টেস্ট খেলেন প্যাটেল।

ওয়ানডেতে প্রত্যবর্তন হয় বাংলাদেশের বিপক্ষে। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজে ও আয়ারল্যান্ড-বাংলাদেশ-নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি। নিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫৫ রানের বিনিময়ে দুই উইকেট শিকার করেন তিনি। আর ২০০৮ সালে থমকে যাওয়া টি-২০ ক্যারিয়ারটা আর চালু হয়নি।

নিউজিল্যান্ডের হয়ে ২৪ টি টেস্ট খেলেছেন প্যাটেল। টেস্টে শিকার করেছেন ৬৫ উইকেট। এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন একবার। ৪৩ ওয়ানডে খেলে নিয়েছেন ৪৯ উইকেট। ১১ টি-২০ তে উইকেট ১৬ টি। ওয়ানডে ও টি-২০ তে পাননি পাঁচ উইকেট শিকারের স্বাদ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি। অবসর নেওয়া সতীর্থ লুক রনকির দল ওয়েলিংটনের হয়েই খেলবেন তিনি।

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর