আজ ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যাবেন রুবেল


প্রকাশিত: জুন ২১, ২০১৭, ১১:১২ এএম
আজ ডাক্তারের ছুরি-কাঁচির নিচে যাবেন রুবেল

ঢাকাতেই অস্ত্রোপচার হচ্ছে রুবেল হোসেনের। আজ মিরপুরের একটি হাসপাতালে হওয়ার কথা সেটি। অস্ত্রোপচারের পর অন্তত মাস দেড়েক খেলা ও অনুশীলনের বাইরে থাকতে হতে পারে তাঁকে।

চ্যাম্পিয়নস ট্রফি শেষে ঢাকায় ফিরে বিসিবির চিকিৎসকদের রুবেল জানান, বার্মিংহামে হোটেলের দরজার সঙ্গে ধাক্কা খেয়ে তিনি বাঁ চোখ ও কানের মাঝখানে চোট পান। এমআরআই রিপোর্টে চোটের জায়গায় ফাটল ধরা পড়লে চিকিৎসকেরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, অস্ত্রোপচারের পর মাস দেড়েকের মতো খেলা ও অনুশীলনের বাইরে থাকতে হতে পারে জাতীয় দলের এই পেসারকে।

রুবেল বলেন , ‘ম্যাচ শেষে হোটেলে ফেরার পর রুমের দরজার সঙ্গে ধাক্কা খেয়েছিলাম।  ওই সময় খুব বেশি ব্যথা অনুভব করিনি।  দেশে আসার তাড়াহুড়ার মধ্যে তাই আর ফিজিওকে বিষয়টা বলিনি। কিন্তু ফোলাটা আস্তে আস্তে বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখিয়েছি। ’

এছাড়া ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে দলের কেউই ইনজুরিতে পড়েনি। সাপোর্ট স্টাফরা এর জন্য প্রশংসার যোগ্য।  অবশ্য লম্বা সফর শেষে দেশে ফিরে এসে বাজে খবর শুনতে হল। 

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর