ভয়ঙ্কর বিপদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০১৭, ১০:১০ এএম
ভয়ঙ্কর বিপদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ভবিষ্যৎ

এবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। আগামী বিশ্বকাপে দলটির সরাসরি খেলা নিয়েও ঘোর সংশয়। অথচ এই দলটিই একসময় দোর্দণ্ড প্রতাপে শাসন করেছে ক্রিকেট বিশ্ব। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুবার করে, একবার চ্যাম্পিয়নস ট্রফি। নিজের দলটাকে এভাবে পতনের মুখে দেখতে কারই-বা ভালো লাগে! সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি যেমন খুব চিন্তিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই দুর্দিন দেখে। আর এর জন্য তিনি মূলত দায়ী করেছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে।

২০১২ সালে এবং ২০১৬ সালে আইসিসি টি২০ বিশ্বকাপ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা বেশ আনন্দের এবং গর্বেরও।
 
যদিও এতটা গর্বিত হওয়ার কিছু দেখছেন না ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি। ৩৩ বছর বয়সী এই ক্যারিবিয়ান ক্রিকেটার মনে করছেন খুব সম্প্রতি টি২০ ছাড়া একদিনের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়া সম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের পক্ষে।

স্যামির আশঙ্কার কারণ, এই মুহূর্তে আইসিসির একদিনের ক্রিকেটের তালিকায় ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নয় নম্বরে। আর টেস্টে রয়েছে আট নম্বরে।

স্যামি একটি সাক্ষাত্কারে বলেছেন, দেশের সব ক্রিকেটাররাই বিশ্বের বিভিন্ন দেশের টি২০ লিগে খেলতে চলে যাচ্ছে। তাদের এটা মানা করাও যায় না। একজন যদি বিশ্বের অন্য দেশে ক্রিকেট লিগে খেলে কিছু টাকা উপার্জন করে সংসার চালাতে পারে, তাহলে তো ভালই।

কিন্তু সমস্যা হচ্ছে, এর ফলে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে আর গেইল, স্যামুয়েলসদের মতো ক্রিকেটারদের দেখা যাচ্ছে না। এভাবে চললে একদিনের ক্রিকেটে এবং টেস্টে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের জন্য আরও খারাপ দিন আসতে চলেছে।

যে কারণে বোর্ডের ওপর ভীষণ খ্যাপা ড্যারেন স্যামি, ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বর্তমান প্রশাসন যত দিন থাকবে, আমি এটা হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। আপনি তো একজন খেলোয়াড়কে বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে নিষেধ করতে পারেন না। ওটা দিয়েই তো আর্থিকভাবে একটু সচ্ছল হয়, পরিবার চালায়।’

সামনে ওয়েস্ট ইন্ডিজের অবস্থা আরও খারাপ হবে বলেই মনে করেন স্যামি, ‘আমাদের ক্রিকেটের এখন যে অবকাঠামো, তাতে আমি কোনো আশা দেখি না। আমার খুব ভয়, একদিন না অবনমিত হয়ে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে আমাদের খেলতে হয়। এটা খুবই দুঃখজনক হবে।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর