পাকিস্তানের জয়ে উল্লাস করায় ভারতে গ্রেফতার ১৫


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০১৭, ০৯:৩৯ এএম
পাকিস্তানের জয়ে উল্লাস করায় ভারতে গ্রেফতার ১৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিজয়ে উল্লাস করায় ১৫ জন মুসলিম সমর্থককে গ্রেফতার করেছে ভারতের পুলিশ। 'রাষ্ট্রদ্রোহিতা'র অভিযোগ এনে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার মোহাদ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, রোববার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলাকালে এরা পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিরুদ্ধে স্লোগান দেয়।

তখন গ্রামের কিছু মানুষ থানায় গিয়ে এই বলে অভিযোগ করেন যে,  পাক-ভারত খেলার সময় অনেক মুসলিম তরুণ পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছিলেন এবং পাকিস্তানের বিজয় উদযাপন করছিলেন।

এই অভিযোগের পর পুলিশ ভারতীয় রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় ১৫ জনকে গ্রেফতার করে। এই অভিযোগে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতেও পারে!

পুলিশ বলছে, সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিতে পারে বলে তারা আশংকা করছিল।

পুলিশের বক্তব্য, যেহেতু ভারত ওই ম্যাচে হেরেছিল তাই সেখানে পরিস্থিতি ছিল খুবই নাজুক। এর আগেও ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের সময় এই গ্রাম থেকে একই ধরনের অভিযোগ পাওয়া গেছে।

একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এদের ধরা হয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করার কারণে নয়। এদের ধরা হয়েছে পাকিস্তানের পক্ষে এবং ভারতের বিপক্ষে স্লোগান দেয়ার কারণে।

ভারতের রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। ভারতের মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে, ভারতের কর্তৃপক্ষ ভিন্নমত এবং প্রতিবাদ দমনের জন্য অনেক বেশি করে রাষ্ট্রদ্রোহ আইন ব্যবহার করছে। এই আইনে রাষ্ট্রদ্রোহিতার সংজ্ঞা খুব স্পষ্ট নয়। সূত্র: বিবিসি বাংলা।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর