টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আসছে নতুন সুসংবাদ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ০১:৪৩ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আসছে নতুন সুসংবাদ

বন্ধ হয়ে যাচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি! গুজব নয়, সত্যি। যদিও এমন কথা হকচকিয়ে উঠতে পারেন ক্রিকেট প্রেমিরা।  যদিও ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি বেশ জনপ্রিয়তা পেয়েছে।  চ্যাম্পিয়ন্স ট্রফি হবে না, খোদ আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এমনটাই জানিয়েছেন। 

তবে বেশি অবাক হওয়ার দরকার নেই। সেই সঙ্গে একটি সুখবরও রয়েছে ক্রিকেট অঙ্গনে। যা আরো বেশি চমকে দিবে সবাইকে। যদি চ্যাম্পিয়ন্স ট্রফি সত্যি সত্যি বাদ পড়ে যায়, তাহলে যুক্ত হবে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর টি-টেয়েন্টি। এতে করে ভক্ত ও আইসিসির উভয়ের লাভ হবে।

ডেভ রিচার্ডসন জানান, 'চ্যাম্পিয়ন্স ট্রফি বন্ধ করে দিয়ে দুই বছর পরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পথেই থাকতে চাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা' আইসিসির ভেতর থেকেই এই ভাবনাটা উঠে এসেছে। অনেকেই মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে বিশ্বকাপের মতোই একটা প্রতিযোগিতা। 

২০১৯ থেকে ১০ দলকে নিয়ে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আলাদা করে ৮ দলের চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনকে বাহুল্যই মনে হচ্ছে আইসিসি। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা।

রিচার্ডসন জানান, ভবিষ্যতে ২০টি দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, ‘আমরা চাই আইসিসির প্রতিযোগিতাগুলো একটি অপরটির চেয়ে আলাদা হোক। মানুষ যেন পার্থক্য বুঝতে পারে। এতে করে প্রতিটি প্রতিযোগিতাই আলাদা আলাদা করে দর্শকদের মধ্য আগ্রহ তৈরি করতে পারবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ১৬ দল থেকে ২০ দলে উন্নীত করার কথাও ভাবা হচ্ছে। ’

বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেও টি-টোয়েন্টি ক্রিকেটটা অনেক বেশি লাভজনক হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির আগ্রহের কেন্দ্র থেকে সরে যাচ্ছে। রিচার্ডসন জানান, ‘এটা সত্যি যে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক বেশি আগ্রহ তৈরি করছে।

টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রেও এটি দারুণ লাভজনক।  লাভ-ক্ষতির কথা মাথায় রেখে ও কম সময়ে বেশি টাকা অর্জন করার জন্য এই চিন্তা করছে আইসিসি। তবে আমরা মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই অনেক বেশি সংখ্যক দেশকে ক্রিকেটে আনা যাবে। 

গো নিউজ২৪/এনএফ 

খেলা বিভাগের আরো খবর