কোহলিকে জেলে পাঠানো উচিত! এ নিয়ে তোলপাড় নেটদুনিয়া


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৭, ১০:৪১ এএম
কোহলিকে জেলে পাঠানো উচিত! এ নিয়ে তোলপাড় নেটদুনিয়া

ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৮০ রানে হেরেছে ভারত।  এই চিত্র দেখে মোটা দাগে বলা যায়, এই লজ্জাজনক হার যতটা অপ্রত্যাশিত ভারতীয় সমর্থকদের কাছে, ঠিক ততটাই কষ্টেরও। ফাইনাল ম্যাচে প্রিয় টিমকে তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখে কার্যত হতাশ তাঁরা। কিন্তু তাই বলে সরাসরি ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ! 

হ্যাঁ, সম্প্রতি এমনই অভিযোগ করেছেন কমল রশিদ খান। নিজেকে একাধারে অভিনেতা, প্রযোজক ও সমালোচক বলে দাবি করেন তিনি। ভারত ম্যাচ হারার পরে দুম করে সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে বসেন, যা ঘিরে আপাতত তোলপাড় নেটদুনিয়া।

টুইটে কমল লেখেন, ‘১৩০ কোটি ভারতীয়ের সম্মান বিক্রি করার জন্য কোহলিকে পুরোপুরি ক্রিকেট থেকে নির্বাসিত করা উচিত। তাঁকে গরাদের পিছনে দেখতে চাই।’ 

এই পর্যন্ত বলেই শুধু থেমে থাকেননি তিনি। এরপর আরও যোগ করেছেন, ‘দলের প্রত্যেক খেলোয়াড়কেই পাকাপাকি ব্যান করা উচিত ভারতীয়দের সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য।’ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় কমলের টুইটটি।

নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন কমল। মাসকয়েক আগেই শাহরুখ খান ও অক্ষয়কুমারকে নিয়ে বিতর্কিত টুইট করে ঝামেলায় জড়িয়েছেলেন তিনি। তবে এবার তাঁর টুইট যেন সব কিছুকে ছাপিয়ে গেল। 

এদিকে, ‘কেআরকে’-র করা এই টুইটগুলির পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। অনেকেই সমালোচনা করেন তাঁর। পিছিয়ে ছিলেন না পাকিস্তানি সমর্থকরাও। তাঁরাও বিরাট-ধোনির সমর্থনে প্রশ্ন তোলেন। কেউ লেখেন, ‘বিরাট বিশ্বের সেরা ব্যাটসম্যান ও মহান খেলোয়াড়। ও ভারতের গর্ব। বিরাট দেশের জন্য কী করেছে, সেটা একটি ম্যাচ দেখেই ভুলে গেলে হবে? আমি পাকিস্তানে থাকি, তবুও বিরাটের ব্যাটিংয়ের ভক্ত।’ অপর একজন লেখেন, ‘তোমার মতো কিছু মানুষের কথা বলার ওপরেই নিষেধাজ্ঞা চাপানো উচিত। বিরাট একজন সেরা খেলোয়াড়।’ এরকম ভাবেই অনেকেই বিরাট-ধোনির প্রতি নিজেদের আস্থার কথা জানান। পাশাপাশি কমল আর খানের এই ধরনের মন্তব্যের কড়া ভাষায় নিন্দা করেন।

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর