ছবিতে ছবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০১৭, ০৫:২৪ পিএম
ছবিতে ছবিতে চ্যাম্পিয়ন্স ট্রফি

টেমস নদীতে ডুবে গেল ক্রিকেট পণ্ডিতদের প্রেডিকশন। পাকিস্তানি ব্যাটিং-বোলিংয়ের কাছে বিধ্বস্ত, ধূলিস্যাৎ শক্তিশালী ভারত। ক্রিকেট আসলেই বহুরূপি। হ্যাঁ, তার চেয়েও বহুরূপি পাকিস্তান দল! সব হিসাব নিকাশ আর ভবিষ্যৎ বাণী ভুল প্রমাণ করে তাক লাগানো এবং মনে রাখার মতো জয় ছিনিয়ে নিল পাকিস্তান। ভারতেকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান।

অথচ টুর্নামেন্টের আগে এই দলটিকে নিয়ে কেউ বাজি ধরেননি। ১২৪ রানের হার দিয়ে শুরু হয় তাদের টুর্নামেন্ট। ওভালে রবিবারে ফাইনালেও পরিষ্কার ফেভারিট ধরা হয়েছিল ভারতকে। কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তায় ভরা এবং পাকিস্তান যে আনপ্রেডিক্টেবল দল, সেটা সত্য হলো আবারও।

চ্যাম্পিয়ান্স ট্রফিতে ঘটে যাওয়া নানা ঘটনার তথ্য ও চিত্র:

প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর আনন্দ-উল্লাসে পাকিস্তান দল

আজহার আলী মোবাইলে গ্র“প সেলফি তুলে বিজয় আনন্দ উদযাপন করছেন পাক ক্রিকেটাররা।

ট্রফি হাতে পাওয়ার পর, পাকিস্তানের জাতীয় পতাকার সঙ্গে পোজ দিয়েছেন সরফরাজ আহমেদ।

জয়ের পর দর্শকদের সঙ্গে উষ্ণ অবর্ভথনা বিনিময় করছেন ইমরান খান ও ওয়াসিম আকরামের উত্তরসুরিরা।

ফাইনাল ম্যাচের জয়ের নায়ক ফখর জামান, ট্রফি হাতে উল্লাসে মতোয়ারা।

চ্যাম্পিয়ন ট্রফির প্রথম শিরোপা পাওয়ার পর ফটোসেশন, পেছনে আতশবাজি ফাটিয়ে চোখ জুড়ানো দৃশ্যের সমারোহ।

ট্রফি হাতে সরফরাজ, তার সঙ্গে মঞ্চে নেচেছে চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিংয়ে ভালো করায়, রিকি পন্টিংয়ের কাছ থেকে গোল্ডেন ব্যাট গ্রহণ করছেন শেখর ধাওয়ান।

বল হাতে ৫ ম্যাচে ১৩ উইকেট নেন হাসান আলী, তাই গোল্ডেন বলটিও উঠেছে তার হাতে।

রানার-আপ হওয়ার পর পুরস্কার নেয়ার অপেক্ষায় কোহলি ও ধোনিরা।

রবীন্দ্র জাদেজাকে আউট করার পর উড়ন্ত ঈগল জুনায়েদ খান।

বিজয় নিশ্চিত হওয়ার পর মাঠেই সেজদায় লুটিয়ে পড়েন পাক ক্রিকেটাররা। সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করেন।

৫ বলে ৯ রান করে আমিরের বলে অউট হয়ে শীতলরুমে ফিরে যান ভারতীয় কাপতান বিরাট।

আজহার আলীকে রান আউট করার পর বুমরাহ ও অশ্বিন বুকে বুকে ধাক্কা লাগান।

শতক হাঁকানোর পর হিরো ফখর জামানের গর্জন

সেঞ্চুরি পায়ে মাঠেই সেজদাহ দিয়ে শুকরিয়া আদায় করলেন ফখর।

ওভালে দর্শক গ্যালারিতে পাকিস্তানের পতাকা হাতে ভক্তরা।

কোহলি ও যুবরাজ সিংক ম্যাচ শুরু আগে পাকিস্তানী ক্রিকেটারের সঙ্গে হাসা-হাসি করছিলো, কিন্ত কে জানতে এই হাসি ম্যাচ শেসে কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

পাকিস্তানের বিপক্ষে ফাইনালে হারের পরও সংবাদ সম্মেলনে এসে কোহলি চেষ্টা করেছেন হাসি মুখে থাকার।
 

খেলা বিভাগের আরো খবর