এমন অদ্ভুত বাউন্ডারি চ্যাম্পিয়নস ট্রফিতে!


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৩০, ২০১৭, ০৪:৪০ এএম
এমন অদ্ভুত বাউন্ডারি চ্যাম্পিয়নস ট্রফিতে!

আইসিসির নিয়ম অনুযায়ী মাঠের সর্বনিম্ন সীমানার দৈর্ঘ্য হতে হয় ৫৯.৪৩ মিটার। অথচ বাংলাদেশ-পাকিস্তান আর গতকাল বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া অস্ট্রেলিয়া-পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে এজবাস্টনের একটি প্রান্তের সীমানা মাত্র ৪২ মিটার!

এজবাস্টনের এই মাঠে ১৫ দিনে চ্যাম্পিয়নস ট্রফির পাঁচটি ম্যাচ আছে। সেখানেও কি খেলা হবে এমন অদ্ভুত ছোট বাউনন্ডারিতে?

সেই সুযোগ নেই। আসলে প্রস্তুতি ম্যাচে আন্তর্জাতিক নিয়ম মানার দরকার থাকে না কোনো। তাই মাঝখানের উইকেটগুলো যত্ন করে রাখতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলাতে হয়েছে একেবারে শেষ দিকের উইকেটে। এ জন্যই একটা প্রান্ত যেমন ছোট হয়ে ঢিল-ছোড়া দূরত্বে নেমে এসেছে, তেমনি অপর প্রান্তের দৈর্ঘ্য বেড়েছে অস্বাভাবিক। সূত্র: ক্রিকইনফো 

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর