ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ইংল্যান্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৭:১৭ পিএম
ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল ইংল্যান্ড

চ্যাম্পিয়ন্স লিগের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের রান পাহাড়ের নিচে চাপা পড়ে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে জিততে জিততেও শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে না পারায় হেরে যায় প্রোটিয়ারা। 

আজ আবার ক্ষুধার্ত বাঘ হয়েই সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের বিপক্ষে মাঠে নামে এবি ডি ভিলিয়ার্সের দল। টস জিতে ফিল্ডিংয়ে নেমে ইংল্যান্ডের ব্যাটিং লাইনকে তছনছ করে দিয়েছে প্রোটিয়ারা।

লন্ডনের লর্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই দক্ষিণ আফ্রিকান পেসার ক্যাগিসো রাবাদা ও ওয়েন পারনেলের তোপের মুখে পড়ে রীতিমতো কেঁপেছে ইংল্যান্ড। ইনিংসের প্রথম ৫ ওভারেই ৬ শীর্ষ ব্যাটসম্যানকে হারিয়ে লজ্জার মুখে পড়েছে ইংলিশরা।

দলীয় ২০ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। এটি তাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে কম রানে ৬ উইকেট হারানোর 'রেকর্ড'। 

সবচেয়ে কম রানের পরের রেকর্ডগুলো হলো :

২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১৮ ওভারে ৩৫ রানেই অলআউট হয়ে যায়।
২০০৩ সালে কানাডা ১৮.৪ ওভারে করে ৩৬ রান। এটিও শ্রীলঙ্কার বিপক্ষেই।
২০০১ সালে আবারও শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে ১৫.৪ ওভারে ৩৮ রান করেই অলআউট হয়ে যায়।
২০১২ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ২০.১ ওভারে ৪৩ রানে অলআউট হয়ে যায়।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর