এবার ‘এল ক্লাসিকো’ কলকাতায়! মুখোমুখি রিয়াল-বার্সা


ডেস্ক রিপোর্ট প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৩:৪৩ পিএম
এবার ‘এল ক্লাসিকো’ কলকাতায়! মুখোমুখি রিয়াল-বার্সা

কলকাতাকে বলা হয় ফুটবলের শহর। কলকাতা শহর পেলে, মারাদোনা, মেসি সবাইকে দেখেছে। আর সেই শহরে এবার ‘এল ক্লাসিকো’! হ্যাঁ, ভারতীয় ফুটবলের পীঠস্থানে এবার মুখোমুখি হতে চলে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে এই ম্যাচে মোটেও মেসি-রোনাল্ডোদের দ্বৈরথ দেখা যাবে না। এটা হতে চলেছে প্রাক্তনদের এল ক্লাসিকো।  ডাচ ও বার্সা কিংবদন্তি জোহান ক্রুয়েফের স্মৃতিতে এই প্রদর্শনী ম্যাচ আয়োজন করতে চলেছে ফুটবল নেক্সড ফাউন্ডেশন। সেপ্টেম্বরে ওই প্রদর্শনী ম্যাচ হওয়ার কথা।ম্যাচে অংশ নেবেন রোনাল্ডিনহো, রোনাল্ডো, রবার্তো কার্লোস, জামব্রোতার মতো বিখ্যাত ফুটবলাররা।

এই ম্যাচের ব্যাপারে স্পেনে গিয়ে রিয়াল মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ফুটবল নেক্সড ফাউন্ডেশনের কর্তা কৌশিক মৌলিক ও প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রিয়াল মাদ্রিদের তরফ থেকেও এই ম্যাচের কথা জানিয়ে দিয়েছেন আমানসিও আমারো, ইসিদোরো সান হোসে’র মতো রিয়াল কিংবদন্তিরা। 

কলকাতাতেই অনুষ্ঠিত হয় ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডার্বি ম্যাচ। এটি এশিয়ার সব থেকে বড় ডার্বি ম্যাচের তকমা পায়। শুধু তাই নয়, ২০০৮ সালে জার্মানির বিখ্যাত বায়ার্ন মিউনিখ ক্লাব তাঁদের কিংবদন্তি গোলরক্ষকের কেরিয়ারের শেষ ম্যাচের আয়োজন করে এই কলকাতাতেই। সেই ম্যাচে মোহনবাগানকে ৩-০ গোলে হারিয়ে দেয় মিউনিখের বিখ্যাত ক্লাবটি।

২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলে। এবার এল ক্লাসিকোর জন্য কোমর বাঁধছে কলকাতার ফুটবলপ্রেমী ও বিশ্ববাসী মানুষ।

 

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর