বাংলাদেশকে সেমিতে দেখছেন ইংল্যান্ড ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৯, ২০১৭, ০৩:০০ পিএম
বাংলাদেশকে সেমিতে দেখছেন ইংল্যান্ড ক্রিকেটার

আগামী ১ জুন পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির। আর প্রথম ম্যাচেই মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড। এর আগে ২৭ মে পাকিস্তানের বিপক্ষে এবং  ৩০ মে ভারতের বিপক্ষে  প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

চূড়ান্ত পর্বে আগামী ১ জুন খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তৃতীয়  ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।  

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড স্বাগতিক বলেই ওপর সবচেয়ে বেশি চাপ থাকবে বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক অ্যাশলি জাইলস। শুধু তাই নয়, জাইলসের মতে বাংলাদেশের বেশ ভালো রকম সম্ভাবনা রয়েছে টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার। 

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক ইংলিশরা। আর এই ম্যাচ ইংলিশদের জন্যই তুলনামূলক কঠিন হবে বলে জানান তিনি, 'ইংল্যান্ডকে নিজেদের সমর্থকদের সামনে খেলতে হবে, অনেক চাপ থাকবে তাদের ওপর। 

অন্যদিকে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে খুব ভালো করছে, নিজেদের সর্বশেষ ম্যাচেও তারা নিউজিল্যান্ডকে হারিয়েছে।' টুর্নামেন্টের শেষ চারের ব্যাপারে জাইলস বলেন, 'এবার বাংলাদেশের সামনে বেশ ভালো সুযোগ রয়েছে। আমার মতে, এই টুর্নামেন্টের শেষ চার দল হবে ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। যদি বাংলাদেশ না পারে, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়া যাবে।'

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাবি্বর রহমান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, মেহেদী হাসান, শফিউল ইসলাম। 
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর