খেলা নয়, রোজা আমার জন্য ফরজ : মেসুত ওজিল


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৭:২০ পিএম
খেলা নয়, রোজা আমার জন্য ফরজ : মেসুত ওজিল

জার্মান ফুটবল দলের প্রাণ ভোমরা মেসুত ওজিল। নিজ ধর্ম ইসলামের প্রতি বরাবরই আন্তরিক তিনি। গত রমজানের প্রথম দিনে টুইটারে একটা ছবি পোষ্ট করে বেশ আলোচনায় আসেন আর্সেনালের এই তারকা খেলোয়াড়। ছবিটিতে দেখা যায় ইফতারি সামনে নিয়ে অপেক্ষা করছেন ওজিল।

জার্মান প্লেয়ার ওজিল তার সহজসুলভ খেলার ধরণের জন্য জনপ্রিয়। মূলত স্ট্রাইকারকে বল এগিয়ে গোলদানে সহায়তা করার ক্ষমতা থাকায় রিয়াল মাদ্রিদের প্রাক্তন ম্যানেজার জোসে মরিনহো তাকে জিনেদিন জিদানের সাথে তুলনা করেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে জার্মান ফরোয়ার্ড মেসুত ওজিল দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। এরপর ইউরো কাপে ওজিলের খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয়। কারণ তখন দলের কোচ ও ম্যানেজার তাকে শর্ত দিয়েছিল রোজা রেখে খেলা যাবে না। তখন ওজিল বলেছেন, ‘খেলা নয়, রোজা আমার জন্য ফরজ। আমি রোজা রেখেই খেলা চালিয়ে যাব।  শুধু তাই নয়, ওজিল ২০১৪ সালে বিশ্বকাপ থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনি অনাথ শিশুদের কল্যাণে দান করেন।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর