বড় সংগ্রহের পথে বাংলাদেশ


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৬:৪৩ পিএম
বড় সংগ্রহের পথে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ের আগে দু’টি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ।

বার্মিংহ্যামের এজবাস্টনে ম্যাচটি টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ।ম্যাচটিতে শতকের দেখা পেয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৮৮ বল খেলে শতক তুলেন তিনি। এছাড়া অর্ধশতক হাঁকান ইমরুল কায়েস। মূলত তামিম-ইমরুল ও মুশফিকদের রানে ভর করে ইতিমধ্যে দলীয় ৩০০ পার করেছে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৪.১ ওভারে ৩০২ রান। টাইগারদের হাতে যেহেতু আরো ৭টি ওভার অবশিষ্ট রয়েছে তাই বলা যায় ম্যাচটিতে মিনিমাম ৩৫০ রানের উর্ধ্বে টার্গেট পাবে পাকিস্তান।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১৫ সালে। তিন ম্যাচের ওই সিরিজে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিলেন টাইগাররা। তবে আগের সিরিজের ফল নিয়ে ভাবছেন না টাইগার অধিনায়ক। আর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার প্রেক্ষাপটও ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে প্রস্তুতি ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রস্তুতি ম্যাচ বলে ব্যাপারটা হালকাভাবে নিতে নারাজ মাশরাফি। বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উইকেট খানিকটা ভিন্ন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে আমরা বেশ কিছুই শিখতে পারব। আমি মনে করি, এগুলো খুব বড় ম্যাচ।’


বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

পাকিস্তান স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, আহমেদ শেহজাদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ আমির, শাদব খান, ওয়াহাব রিয়াজ, আজহার আলী, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক।
গো নিউজ২৪/আর
 

খেলা বিভাগের আরো খবর