চার-ছক্কার ফুলঝুড়িতে তামিমের ঝড়ো শতক


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৫:৫২ পিএম
চার-ছক্কার ফুলঝুড়িতে তামিমের ঝড়ো শতক

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ (শনিবার) প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছেন মাশরাফি-সাকিবরা।

বার্মিংহ্যামের এজবাস্টনে আজকের ম্যাচটি টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। ম্যাচটিতে ইতিমধ্যে ব্যক্তিগত শতকের দেখা পেয়েছেন ওপেনার তামিম ইকবাল। ৮৮ বল থেকে আসে তার শতক।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩২.৫ওভারে ২১৮ রান। ব্যাট করছেন তামিম ইকবাল (১০২) ও ইমরুল কায়েস (২৬)। 

আজকের ম্যাচটিতে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হোন সৌম্য সরকার। শুরু থেকে দু’জনকে বেশ সাবধানে এগোতে দেখা যায়। কিন্তু জুনায়েদের বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন সৌম্য (১৯)। এরপর তামিম ইকবালকে সঙ্গ দিতে নামেন ইমরুল কায়েস। সৌম্যকে হারিয়ে কিছুটা চিন্তায় পড়লেও ধীরে ধীরে কালো মেঘ কেটে যায় টাইগারদের আকাশ থেকে। সৌম্য ফেরার পর ব্যক্তিগত অর্ধশতক (৬১) তুলে আউট হোন ইমরুল। এরপর নামেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। কিন্তু এক প্রান্ত আগলে বিধ্বংসী রুপে ব্যাট চালাতে থাকেন তামিম। মূলত তার ব্যাটে বড় সংগ্রহের পথে এগোচ্ছে বাংলাদেশ।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে খেলেছিল ২০১৫ সালে। তিন ম্যাচের ওই সিরিজে পাকিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছিলেন টাইগাররা। তবে আগের সিরিজের ফল নিয়ে ভাবছেন না টাইগার অধিনায়ক। আর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবার প্রেক্ষাপটও ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে প্রস্তুতি ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রস্তুতি ম্যাচ বলে ব্যাপারটা হালকাভাবে নিতে নারাজ মাশরাফি। বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের উইকেট খানিকটা ভিন্ন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে আমরা বেশ কিছুই শিখতে পারব। আমি মনে করি, এগুলো খুব বড় ম্যাচ।’


বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

পাকিস্তান স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, আহমেদ শেহজাদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ আমির, শাদব খান, ওয়াহাব রিয়াজ, আজহার আলী, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক।
গো নিউজ২৪/আর

খেলা বিভাগের আরো খবর