নিজের বোলিং পরিকল্পনা নিয়ে যা বললেন মোস্তাফিজ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৪:১২ পিএম
নিজের বোলিং পরিকল্পনা নিয়ে যা বললেন মোস্তাফিজ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজের ইয়র্কার দক্ষতাকে আরও ধারালো করার পরিকল্পনা করছেন কাটার মাস্টার বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

নিজের পরিকল্পনা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘সব কিছু ঠিক আছে। আমি অনেকটাই আমার পুরোনো ছন্দ ফিরে পেয়েছি এবং এখানে কোনো অভিযোগ নেই। একটাই সমস্যা, আমার ইয়র্কারকে আরও ঠিক করতে হবে। অনেকদিন থেকেই এটা ঠিক মতো করতে পারছিলাম না। যত দ্রুত সম্ভব এই ক্ষেত্রে উন্নতি করতে চাই। আশা করি শিগগিরই তা পারব। ’

নিজের উন্নতিতে খুশি হলেও ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচটি না খেলতে পারায় হতাশ এই ।

মুস্তাফিজ বলেন, ‘আমি ত্রিদেশীয় সিরিজে আমার যাত্রা নিয়ে খুশি। তবে আরও খুশি হতাম যদি প্রথম ম্যাচে বল করার সুযোগ পেতাম। কিন্তু অন্যন্য ম্যাচে বল করে সন্তুষ্ট। আমি টুর্নামেন্টটা উপভোগ করেছি। ’

ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে বোলিং করেছেন মুস্তাফিজ। এই তিন ম্যাচে সাত উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্ট সেরা। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও ভরসা রাখছেন তার উপরে। ইয়র্কারে আরও উন্নতি করতে পারলে দলের প্রধান অস্ত্র হবেন এই মুস্তাফিজই।

 

গো নিউজ২৪/জা আ 

খেলা বিভাগের আরো খবর