পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০১৭, ০৩:৩২ পিএম
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল লড়াইয়ে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ (রোববার) প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছে মাশরাফি-সাকিবরা।

বার্মিংহ্যামের এজবাস্টনে আজকের ম্যাচটি টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের গাজী টেলিভিশন (জিটিভি) এবং পাকিস্তানের পিটিভি স্পোর্টস।

প্রসঙ্গত, ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা। তার আগে প্রস্তুতি পর্বে ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের সঙ্গে খেলবে বাংলাদেশ।

৫ জুন ইংল্যান্ডের ওভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ ৯ জুন কার্ডিফের সুফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

পাকিস্তান স্কোয়াড:

সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, আহমেদ শেহজাদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ আমির, শাদব খান, ওয়াহাব রিয়াজ, আজহার আলী, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক।

গো নিউজ২৪/আর

খেলা বিভাগের আরো খবর