রেকর্ড ছোঁয়া দামে আফগানিস্তান যাচ্ছেন তামিম


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৬:৫৪ পিএম
রেকর্ড ছোঁয়া দামে আফগানিস্তান যাচ্ছেন তামিম

প্রথমবারের মত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আর এ টুর্নামেন্টে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল, সাব্বির রহমান ও ইমরুল কায়েসকে বিপুল অর্থের বিনিময়ে দলে ভেড়াতে চাচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহনকারী দল গুলো। 

জানা গেছে, আফগানিস্তানের টি-টুয়েন্টি টুর্নামেন্টের দল মুসলিময়ার স্পিঞ্জার টাইগারস দলে যোগ দিচ্ছেন তামিম ইকবাল। আফগানী টাকা ২.১ মিলিয়নে দলে টানছে তাকে। এছাড়া জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমানও দল পেয়েছেন। ৭,০০,০০০ আফগানী টাকায় জিপি কাবুল ইগলসে যোগ দিবেন সাব্বির রহমান।  আরেক টাইগার ওপেনার ইমরুল কায়েসকে সমান সংখ্যক অর্থে দলে নিয়েছে আরিফ আজিম বুস্ট ডিফেন্ডার্স দল। 

ভারত-অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মত করে আফগানিস্তানও তাদের ফ্রেঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগ চালু করছে। আফগানিস্তানের এই টি-টুয়েন্টি লিগের নাম শাপেজা ক্রিকেট লীগ। 

ছয় দলের অংশগ্রহনে শাপেজা ক্রিকেট লীগ শুরু হতে যাচ্ছে চলতি বছর থেকেই। পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নিউজিল্যান্ড ছাড়াও হংকং, কানাডা ও আরব আমিরাতের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবে। 

প্রথমবারের মত এই আসর চালু করতে পেরে উচ্ছ্বসিত আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী শাফিক স্ট্যানিকজাই।  আন্তর্জাতিক অঙ্গনে খেলা ক্রিকেটারদের আগ্রহ দেখে এই টুর্নামেন্ট নিয়ে স্বপ্ন দেখছে আফগান ক্রিকেট। 

‘আমরা ইতিমধ্যে ক্রিকেটারদের দারুন সাড়া পেয়েছি।  এবারই প্রথম আসরটি বসতে যাচ্ছে।  আশা করছি ফ্রেঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে ক্রিকেটাররা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিবে। ’


গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর