আইসিসি ট্রফিতে নিউজিল্যান্ডের ট্রাম্প কার্ড যারা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৭, ০৮:০৮ এএম
আইসিসি ট্রফিতে নিউজিল্যান্ডের ট্রাম্প কার্ড যারা

সীমিত ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডকে বাইরে রেখে কোনও আলোচনাই চলে না। মার্টিন ক্রো’র আমল থেকেই বরাবর উত্তেজক, আকর্ষণীয় ক্রিকেট উপহার দিয়ে এসেছে ব্ল্যাক ক্যাপ্‌সরা। অনেক অভিনবত্বও দেখিয়েছে তারা।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন তাদের ব্যাটিংয়ের স্তম্ভ। ব্যাট হাতে ও ধারাবাহিক তো বটেই, তার চেয়েও ইতিবাচক দিক হল, উইলিয়ামসন লম্বা ইনিংস খেলতে জানে। সে উইকেটে দাঁড়িয়ে গেলে দলের বড় ইনিংস কার্যত নিশ্চিত। 

অন্যদিকে মার্টিন গাপ্টিলের মতো বিস্ফোরক ব্যাটসম্যান রয়েছে। সদ্যসমাপ্ত আইপিএলে মনে রাখার মতো কিছু করেনি গাপ্টিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পূর্ণ ভিন্ন মঞ্চ। দেশের জার্সিতে যে সে ফের আগ্রাসী ব্যাটিং করবে না, কে বলতে পারে?

নিউজিল্যান্ডের সেরা শক্তি বোলিং আক্রমণ। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, মিচেল ম্যাকলেনাঘান— দলে এক ঝাঁক বিশ্বমানের পেসার। গতির পাশাপাশি বল সুইং করাতেও সিদ্ধহস্ত সকলে। ইংল্যান্ডের পরিবেশে ওরা আরও কার্যকরী হয়ে উঠবে। 

স্পিন বিভাগও বেশ ভাল। নিউজিল্যান্ড দলের ‘এক্স’ ফ্যাক্টর কোরি অ্যান্ডারসন। দুর্দান্ত অলরাউন্ডার। বিগহিটার। বাঁহাতি পেস বোলিং করে উইকেটও তুলতে পারে। নিউজিল্যান্ডই এবারের কালো ঘোড়া। 

গো নিউজ ২৪/ এস কে    

খেলা বিভাগের আরো খবর