আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অশ্বিনের ‘নতুন অস্ত্র’


প্রকাশিত: মে ২৫, ২০১৭, ১১:১৩ পিএম
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অশ্বিনের ‘নতুন অস্ত্র’

১লা জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ফিট রাখার জন্য অশ্বিনকে আইপিএলে খেলায়নি ভারত। এই মৌসুমে ঘরের মাঠে ১৩টি টেস্ট খেলেছে দেশটি। তার সব কটিতেই ছিলেন এই তারকা স্পিনার। সব মিলিয়ে এবার ৭৫০ ওভার বোলিং করেছেন তিনি। তাই আইপিএলের আগে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। দুই মাসের অবকাশ যাপনের পর এখন দারুণ ফুরফুরে এই স্পিনার।

এই চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন কিছু নিয়ে হাজির হচ্ছেন তিনি । চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা ধরে রাখতে তৃণে বেশ কিছু অস্ত্র আবিষ্কার করেছেন তিনি। ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টেই সেগুলো সবার সামনে আনতে চান বলে জানালেন খোদ অশ্বিন।

আজ (বৃহস্পতিবার) রাতে ইংল্যান্ডের উদ্দেশে ভারত ছাড়ছে কোহলির দল। গতবারের মতো এবারও শিরোপা ধরে রাখতে চায় তারা। আর বলাই বাহুল্য, এই মিশনে দলটির অন্যতম বড় ভরসার নাম রবিচন্দ্রন অশ্বিন। এই কয়েকদিনে নিজেকে সেভাবেই প্রস্তুত করেছেন তিনি। অশ্বিন বলেন, ‘এবারে চ্যাম্পিয়নস ট্রফিতে নতুন কিছু নিয়ে মাঠে নামতে চাই। সেভাবেই এগোচ্ছি আমি। মূল টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি ম্যাচ দুটি নিজেকে ঝালিয়ে নিতে সাহায্য করবে।’

ইংল্যান্ডে খেলতে নামার আগে মানসিকতায় বদল আনছেন অশ্বিন। তিনি বলেন, ‘একদিনের ক্রিকেটে খুব তাড়াতাড়ি নিয়ম বদলে যায় আর এটা বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই দলের প্রয়োজনে নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা দরকার।’‌  

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেও নিজের দেশকে ফেভারিট মনে করছেন অশ্বিন। তিনি বলেন, ‘টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আমরা। এটাই বলে দিচ্ছে সব কিছু। শুরু থেকেই ফেভারিটের মতো খেলতে হবে আমাদের। প্রতিটি ম্যাচ ধরে এগুতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, চ্যালেঞ্জ নিতে সব সময় প্রস্তুত আমরা।’

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর