আমরা ‘মৃত্যু’ কূপে পড়েছি: মাশরাফি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৯:২৩ পিএম
আমরা ‘মৃত্যু’ কূপে পড়েছি: মাশরাফি

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে আপাতত ফুরফুরে মেজাজে বাংলাদেশ। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা থাকছেই। সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। অধিনায়ক মাশরাফির ভাষায়, ‘মৃত্যু’ কূপ। নিজেদের সেরাটা তাই দিতে চান তারা।

২৪ মে বুধবার ডাবলিনে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আলোচনায় ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। বিশ্বকাপের পর সবচেয়ে সম্মানিত টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ড। দুই গ্রুপের মধ্যে সবচেয়ে কঠিন গ্রুপে পড়ায় চ্যালেঞ্জ তো থাকছেই, না চাইতেও কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ছে সাকিব-মুশফিকদের।

মাশরাফি বলেছেন, ‘আমরা এক কথায় মৃত্যু গ্রুপে পড়েছি। পৃথিবীর সেরা তিন দলের বিপক্ষে লড়তে হবে আমাদের। কিন্তু আপনি আগে থেকেই কিছু ভবিষ্যদ্বাণী করতে পারেন না। আপনার দিন ভালো থাকলে আপনি জিতবেনই। আমরা চেষ্টা করব শুরু থেকেই ভালো করার। সুযোগগুলো লুফে নিয়ে কাজে লাগানোর ব্যাপারেও আশাবাদী আমি।’

জুনের এক তারিখে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তাদেরকে। যদিও সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে জয় না পাওয়ার আক্ষেপ এখনো পোড়াচ্ছে মাশরাফিকে। তারপরও হতাশা কাটিয়ে চোখ এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। জয়ের নিশ্চয়তা নেই, আছে ভালো করার প্রত্যাশা।

অধিনায়ক বলেন, ‘আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আরও ভালো করতে পারতাম। আরও দুয়েকটি সিদ্ধান্ত আমাদের পক্ষে আসতে পারতো। কিন্তু এসব বলে আসলে লাভ নেই। তারপরও সবমিলিয়ে আমরা যেটা করতে চেয়েছিলাম তা পেরেছি। ইংল্যান্ডে এখন ভালোকিছু করার সময়।’

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর