পাক-ভারত উত্তেজনা নিয়ে যা বললেন কোহলি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ১০:৩৫ এএম
পাক-ভারত উত্তেজনা নিয়ে যা বললেন কোহলি

আগামী ৪ জুন এজবাস্টনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারত খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। এই মুহূর্তে দুই দেশের রাজনৈতিক উত্তাপ যে হারে বেড়ে চলেছে, তার প্রভাব কি ছায়া ফেলবে ক্রিকেটীয় দ্বৈরথেও?

মাঠের বাইরে দুই প্রতিবেশী দেশের মধ্যে রাজনৈতিক তিক্ততা ক্রমশ বাড়ছে। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি সাফ জানিয়ে দিলেন, সেই অস্থিরতার ছায়া কোনও অবস্থায় প্রভাব ফেলবে না বাইশ গজে।

সাংবাদিক বৈঠকে সেই প্রশ্ন সপাটে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছেন কোহলি। প্রশ্নকর্তার প্রতি তাঁর পাল্টা জবাব, ‘সাংবাদিকরা তাঁদের মতো করে এক বিশেষ মানসিকতা নিয়ে প্রশ্ন করে থাকেন। কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। একজন ক্রিকেটার হিসাবে প্রতিপক্ষ দলকে সমীহ করে বলতে পারি, মাঠের বাইরে কী ঘটছে তা নিয়ে ভাবার দরকার পড়ে না।’

সেখানেই না থেমে কোহলি আরো বলেছেন, ‘মাঠে ব্যাট করার সময় নন-স্ট্রাইক এন্ডে পার্টনার কী করছে তা নিয়েই ভাবার সময় থাকে না। সেখানে এই ব্যাপারগুলো নিয়ে মাথা ঘামানোর সময় কোথায়?’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের দ্বৈরথে পরিসংখ্যানে ভারতের চেয়ে ট্র্যাক রেকর্ড অনেক ভাল মুহাম্মদ আমিরদের। বার্মিংহ্যামে মহারণ সম্পর্কে বিরাটের বিশ্লেষণ, ‘ভারত-পাকিস্তান ম্যাচ দুই দেশের সমর্থকদের কাছেই অত্যন্ত আকর্ষণীয়। অন্য কোনও ম্যাচের সঙ্গে তার তুলনা চলে না। তবে ক্রিকেটে তার কোনও প্রভাব পড়ে না। আর পাঁচটা ম্যাচের মতো মানসিকতা নিয়েই আমরা খেলব। ভারতীয় দলের হয়ে খেলছি। সেটাই ভাল খেলার সেরা প্রেরণা বলে মনে করি।’

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর