ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে মোস্তাফিজ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৫, ২০১৭, ০৯:৫৬ এএম
ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে মোস্তাফিজ

বুধবার রাতের একটি জয় যেনো শুধু জয় না, অনেক বড় কিছু ছিলো বাংলাদেশ দলের জন।  বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের মাধ্যমে শেষ হয়েছে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ। সিরিজের শেষ ম্যাচে কিউইদের পাঁচ উইকেটে হারিয়েছে টাইগাররা। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের এটি প্রথম জয়।

তামিমের ব্যাটে ছক্কা দিয়ে ইনিংসের শুরু। রিয়াদের ব্যাটের চার দিয়ে শেষ।  ভেতরে ম্যাচের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম। পুরো সিরিজেই অসাধারণ ব্যাট করেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। তিন হাফ সেঞ্চুরিতে তার মোট রান ২৮৫। এই সিরিজে তিনিই সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। ২৫৭ রান করে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের টম লাথাম।

অন্যদিকে, এই সিরিজের সেরা উইকেশিকারি বোলার হচ্ছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তিনি শিকার করেছেন নয়টি উইকেট। আটটি উইকেট শিকার করে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

ত্রিদেশীয় সিরিজে সেরা রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান

১.তামিম ইকবাল (বাংলাদেশ)-২৮৫ রান

২.টম লাথাম (নিউজিল্যান্ড)-২৫৭ রান

৩.নেইল ব্রুম (নিউজিল্যান্ড)-২২৮ রান

৪.সাব্বির রহমান (বাংলাদেশ)-২০১ রান

৫. রস টেইলর (নিউজিল্যান্ড)-১৯৪ রান

ত্রিদেশীয় সিরিজে সেরা উইকেটশিকারি পাঁচ বোলার

১.মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)-৯টি উইকেট

২.মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)-৮টি উইকেট

৩.মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)-৭টি উইকেট

৪.পিটার চেজ (আয়ারল্যান্ড)-৬টি উইকেট

৫.স্কট কুগ্গেলেইজন (নিউজজিল্যান্ড)-৫টি উইকেট

গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর