টস জিতেছে বাংলাদেশ, একাদশে নাসির


খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৭, ০৩:২৬ পিএম
টস জিতেছে বাংলাদেশ, একাদশে নাসির

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে নেমেছিল বাংলাদেশ। ম্যাচটি বৃষ্টির বাগড়ায় ভেস্তে যায়। এরপর টাইগার দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্লাক ক্যাপসদের। মাশরাফির নেতৃত্বে ম্যাচটিতে রান ব্যাবধানে হারে বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে সৌম্য-তামিমের ব্যাটিং কারিশমায় দারুণ ঘুরে দাঁড়ায় টিম টাইগার।

আজ (বুধবার) নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচটিতে আয়ারল্যান্ড যদি নিজেদের তৃতীয় ম্যাচে (রোববার) নিউজিল্যান্ডকে পরাস্ত করতে পারতো তবে কিছুটা হলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারতো সাকিব-তামিমরা। কিন্তু আইরিশদের ১৯০ রানের বড় ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন টম লাথামের নিউজিল্যান্ড।

আগের ম্যাচে আইরিশদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আশা জিইয়ে রেখেছিল বাংলাদেশ। ৩ ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দলের সংগ্রহ দাঁড়ায় ৬ পয়েন্ট। উদ্বোধনী ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হওয়ায় দুই দল ভাগাভাগি করে পয়েন্ট। বাংলাদেশের ভাণ্ডারে জমা পড়ে দুই পয়েন্ট; সমান পয়েন্ট পায় স্বাগতিকরাও।

পরের ম্যাচে বাংলাদেশ হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। বলার অপেক্ষা রাখে না যে, পয়েন্ট হারিয়েছেন টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে আইরিশদের হারিয়ে বাংলাদেশ ঝুলিতে জমা করল মোট ৬ পয়েন্ট (৪+২)। মাশরাফিদের হাতে বাকি আছে একটি ম্যাচ। অর্থাৎ আজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ১০।

এই পয়েন্টও (১০) কোনো কাজে দেবে না। কারণ নিউজিল্যান্ড ইতোমধ্যে তিনটি ম্যাচে জয় পেয়েছে। কিউইরা সংগ্রহ করেছে পূর্ণ ১২ পয়েন্ট। তাই আর কোনো সমীকরণই বাকি রইল না। বাংলাদেশের আশা শেষ, ত্রিদেশীয় সিরিজের শিরোপা উঠল নিউজিল্যান্ডের শোকেসে।

বাংলাদেশ দলের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর