যেখানে সৌম্য বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়


প্রকাশিত: মে ২৩, ২০১৭, ০৩:৩৫ পিএম
যেখানে সৌম্য বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড়

আন্তর্জাতিক ক্রিকেটে সৌম্য সরকারের আগমন খুব বেশি দিনের না হলেও ব্যাটিং কারিশমা দেখিয়ে ২০১৪ সালের ‍ডিসেম্বর থেকে দলে রয়েছেন নিয়মিত। তাকে তামিম ইকবালের যোগ্য পার্টনার বলা হয়।

আর পরিসংখ্যান বলছে, ম্যাচ জেতানো ইনিংসের দিক থেকে তিনি এরই মধ্যে হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। এখানে তিনি তামিম ইকবাল কিংবা সাকিব আল হাসানের চেয়েও এগিয়ে আছেন।

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে এখন অবধি ১৫ টি ম্যাচ জিতেছেন সৌম্য। সেই ১৫ ইনিংসে তিনি করেছেন ৫২.৩৩ গড়ে ৬২৮ রান। এর মধ্যে সর্বোচ্চ রানটি ১২৭ রানের অপরাজিত এক ইনিংস।

বাংলাদেশ জিতেছে এমন কমপক্ষে পাচটি ম্যাচ খেলা ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ের দিক থেকে সবার চেয়ে ওপরে আছেন সৌম্য সরকার। এরপরের চারটি নাম হল যথাক্রমে সাকিব আল হাসান, শাহরিয়ার নাফিস, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল।

বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে সাকিব ৪৯.১৮  গড়ে (৭৭ ম্যাচে ৬৯ ইনিংস) করেন ২৪১০ রান, নাফিস করেন ৪৮.৯৩ গড়ে (৩৪ ম্যাচে ৩৪ ইনিংস) ১৪১৯ রান, রিয়াদ করেন ৪৬.৩৯ গড়ে (৬০ ম্যাচে ৪৫ ইনিংস) ১২৯৯ রান আর তামিম করেন ৪৪.৮৭ গড়ে (৬৮ ম্যাচে ৬৮ ইনিংস) ২৯১৭ রান।

গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর