চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বাই সম্পর্কে যা বললেন শচীন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০১৭, ১১:৩৯ পিএম
চ্যাম্পিয়ন হওয়ার পর মুম্বাই সম্পর্কে যা বললেন শচীন

মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনটা এবারের আসরে ভাল ছিল না মোটেও ।  টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় অল্প পুঁজিই পেয়েছিল রোহিত শর্মার দল।  ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১২৯ রান মাত্র।  এই পুঁজি নিয়ে কি আইপিএলের ফাইনালে জেতা সম্ভব? হ্যাঁ, এমন অসম্ভবকে সম্ভব করে তুলেছেন মুম্বাইয়ের বোলাররা।  রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে মুম্বাইকে ১ রানের নাটকীয় জয় এনে দিয়েছেন মালিঙ্গা-বুমরাহ-জনসন-হার্দিকরা। 

শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমে শতভাগ সফল মুম্বাই।  এ নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল রোহিতের দল।  এর আগে ২০১৩ ও ২০১৫ সালে আইপিএল সেরার খেতাব জিতেছিল মুম্বাই। 

মুম্বাইয়ের সাবেক ক্রিকেটার ও ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ম্যাচটি উপভোগ করেছেন।  এমনকি ফাইনালে দলকে অনুপ্রেরণা জোগানোর কাজটিও করেছেন।  তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে মুম্বাই জয় পাওয়ায় খুশি শচীন।  দুর্দান্ত পারফর্ম করায় মুম্বাইয়ের ক্রিকেটারদের ধন্যবাদ দিয়েছেন।  চ্যাম্পিয়ন হওয়ায় গোটা দলকে জানিয়েছেন অভিনন্দন। 

ফাইনাল নিয়ে শচীনের ভাষ্য, ‘সত্যিই দারুণ।  এক কথায়, অসাধারণ এক ম্যাচ।  বিরতিতে আমরা একত্রিত হয়েছিলাম।  কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি।  মাহেলা (জয়াবর্ধনে) আমাদেরকে অনুপ্রেরণদায়ক কথা বলেছে।  যা খুবই দরকার ছিল।  আমি এখানে তার পুনরাবৃত্তি করতে পারছি না।  আমাদের ভাবনাটা ঠিক রাখা দরকার ছিল।  তা করেছি। পারফরম্যান্সই তার প্রমাণ।  বিশ্বাস ছিল-আমরা পারব, রোহিত বাহিনী তা-ই করে দেখাল। ’

গো নিউজ ২৪/ এস কে  

খেলা বিভাগের আরো খবর