বেতন বাড়ানোর আন্দোলনে নেমে বিপাকে পড়লেন তিনি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০১৭, ০৪:২৭ পিএম
বেতন বাড়ানোর আন্দোলনে নেমে বিপাকে পড়লেন তিনি

সম্প্রতি খেলোয়াড়দের সঙ্গে বেতন বাড়ানোর আন্দোলনে নেমেছেন  ভারতীয় দলের প্রধান কোচ অনিল কুম্বলে। নিজের বেতন বাড়ানোর পাশাপাশি কোহলিদের বেতন বছরে ৫ কোটির দাবি করছেন তিনি!

রোববার হায়দরাবাদে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সামনে দেওয়া উপস্থাপনায় গ্রেড-এ ক্রিকেটারদের ১৫০ ভাগ বেতন বাড়ানোর দাবি জানিয়ে কুম্বলে বলেন, তিন সংস্করণে খেলার জন্যই তাদের বেতন বছরে ৫ কোটি রুপি হওয়া উচিত।

কুম্বলের এমন আচরণ ভালোভাবে নেয়নি ভারতীয় বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তাকে আর রাখা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

কিছুদিন আগেই ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গ্রেড এ’তে যারা আছেন তাদের বেতন এখন বছরে দুই কোটি রুপি। সেখান থেকে এক লাফে কীভাবে পাঁচ কোটি রুপি দাবি করা হতে পারে তাতে বিস্মিত ভারতীয় বোর্ড।

কুম্বলের দায়িত্ব চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সেটা কাগজে কলমে। মৌখিকভাবে শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত মোটামুটি নিরাপদ তিনি। পিটিআই বলছে, কেন্দ্রীয় চুক্তির বিষয়ে কুম্বলের জড়িয়ে পড়ায় বোর্ডের ভেতর নানা আলোচনা চলছে।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর