শেষ ছয় বলের নাটক


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০১৭, ১০:৪৪ এএম
শেষ ছয় বলের নাটক

আইপিএলের দশম আসরে ফাইনালে পুনেকে হারিয়ে শিরোপা ৩য় বারের মত জিতলো মুম্বাই। ১৩০ রানের টার্গেটে আটকে গেল পুনে। এত সহজ জয়ও হাতছাড়া হয়ে গেল পুনের। ১৩০ রান করতে তাদের খুবই অসহায় মনে হচ্ছিলো। 

শেষ ওভারে যখন ১১ রান দরকার  ঠিক তখন মুম্বাই ক্যাপ্টেন বল তুলে দেন মিচেল জনশন। 

প্রথম বল: মিচেল জনসনের অফকাটার অফস্টাম্পের বাইরে থেকে মনোজ তিওয়ারি তুলে দিলেন স্কোয়ার লেগের দিকে। ৪ রান পেলেন। ৫ বলে চাই ৭। 

দ্বিতীয় বল: জনসনের অফকাটার এক্সট্রা কভারে ওড়াতে গিয়ে মিসটাইম মনোজের। পোলার্ডের হাতে ক্যাচ।

তৃতীয় বল: জনসনের অফস্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারি। সুইপার কভারে স্মিথের জোরালো শট। কঠিন ক্যাচ ধরলেন রায়ডু। ৩ বলে চাই ৭।

চতুর্থ বল: ওয়াশিংটন সুন্দরকে অফস্টাম্পের বাইরে ইয়র্কার জনসনের। রান আউটের সুযোগ ফস্কালেন পার্থিব পটেল। বাই ১ রান। চাই ২ বলে ৬।

পঞ্চম বল: জনসনের ওভারপিচ্‌ড বল মিডউইকেটে তুলে মারতে গেলেন ড্যান ক্রিশ্চিয়ান। ডাইভ দিয়েও কঠিন ক্যাচ ফস্কালেন হার্দিক পাণ্ড্য। ২ রান হল। শেষ বলে চাই ৪। 

শেষ বল: জনসনের প্রায় ইয়র্কার লেংথের বলে ড্যান ক্রিশ্চিয়ান ডিপ স্কোয়ার আর ডিপ মিড উইকেটের মাঝামাঝি দিয়ে মারতে গেলেন। দুই রান হল। ফিল্ডার সুচিথ দ্রুত বল ধরতে গিয়ে ফস্কালেন। তৃতীয় রান নিতে গিয়ে রান আউট ক্রিশ্চিয়ান। মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ জিতল ১ রানে।

গো নিউজ ২৪

খেলা বিভাগের আরো খবর