এমন হাল কলকাতার?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৯, ২০১৭, ১০:২৪ পিএম
এমন হাল কলকাতার?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ (শুক্রবাব) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় কলকাতা নাইট রাইডার্স। 

ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি ব্যাটিংয়ে নেমে 
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। দলীয় ৩১ রানের মাথায় ৫ উইকেটের পতন ঘটে দলটি। 

শেষ পর্যন্ত নাইট শিবিরের সংগ্রহ সব উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৭ রান।দলের পক্ষে সর্বাধিক ৩১ রান করেন ইয়াদাব। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮.৫ ওভারে গুটিয়ে গেল নাইটদের ইনিংস৷ চার ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়ে নাইটদের শিরদাঁড়া ভেঙে দেন লেগ-স্পিনার কর্ণ শর্মা৷

এই রান নিয়ে কি করে জিতবে কলকাতা। হয়ত এতক্ষনে মানসিক ভাবে হেরেই গেছেন তারা। 

আজকের ম্যাচটিতে যে দল জিতবে সে চলে যাবে ফাইনালে। আর যে দল হারবে সে দল বিদায় নেবে।  প্রথম দল হিসেবে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস।

কলকাতা একাদশ:  গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা (উইকেটরক্ষক), ক্রিস লিন, ঈশাংক জাগ্গি, কুলদ্বীপ যাদব, সুনিল নারিন, চাহালে, অঙ্কিত রাজপুত,নীল,কলিন ডি গ্র্যান্ডহোম। 

খেলা বিভাগের আরো খবর