সোনার হরিণ পেয়েও হাতছাড়া মাশরাফির


খেলাধুলা প্রকাশিত: মে ১৯, ২০১৭, ০৩:২৪ পিএম
সোনার হরিণ পেয়েও হাতছাড়া মাশরাফির

ক্রিদেশী সিরিজে টিকে থাকতে হলে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচটিতে জয়ের বিকল্প নেই মাশরাফি বাহিনীর। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

চলতি আসরে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। যদিও টাইগারদের প্রথম ম্যাচটি বৃষ্টি কারণে ভেস্তে যায়। কিন্তু দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হার। টাইগারদের মতো স্বাগতিকদের একই অব্স্থা।

তবে বিশ্বকাপ ও র‍্যাংকিংয়ের নানা হিসেবে বাংলাদেশের জন্য এই ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। জয়ের জন্য মরিয়া টাইগাররা আয়ারল্যান্ডকে কোনো সুযোগ দিতে চাইবে না।

বাংলাদেশ দলে একটি পরিবর্তন আছে, মিরাজের জায়গায়  অভিষেক হচ্ছে সানজামুল ইসলামের। 

তবে প্রথম ওয়ানডে ম্যাচের মতো এই ম্যাচও ভেস্তে যাবার সম্ভাবনা আছে! ডাবলিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ।

বাংলাদেশ  একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ,সানজামুল ইসলাম ,মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।  


গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর