আজও কেকেআরে নেই মিডল অর্ডারের সেই ব্যাটসম্যান


প্রকাশিত: মে ১৯, ২০১৭, ১১:৫১ এএম
আজও কেকেআরে নেই মিডল অর্ডারের সেই ব্যাটসম্যান

কলকাতাকে মহা সমস্যায় ফেলে দিলেন তিনি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল এলিমিনেটরের ম্যাচে এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে ছাড়াই খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স।

জানা যায়, তাঁর পাঁজরে চোট। এর পরেই চলে আসে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতি। যেখানে জানিয়ে দেওয়া হয়, ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকেও সরে যেতে হয়েছে মণীশকে। তাঁর জায়গায় দলে নেওয়া হয়েছে তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিককে।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল যখন বাছা হয়, তখন কার্তিক-সহ পাঁচ জনকে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছিল। সেখান থেকেই বাছা হয় কার্তিককে। ৩২ বছর বয়সি কার্তিক এ বারের বিজয় হজারে ট্রফিতে ৬০৭ রান করেছিলেন, ফাইনালে সেঞ্চুরি-সহ। তামিলনাড়ুর হয়ে রঞ্জি ট্রফিতে এসেছিল ৭০৪ রান। আইপিএলে গুজরাতের হয়ে করেন ৩৬১।

কিন্তু পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে। বলা হচ্ছে, কার্তিক-কে ফিরিয়ে এনে নির্বাচকেরা কি পিছনে ফিরে তাকালেন না? বিশেষ করে যখন তালিকায় তরুণ প্রতিভা ঋষভ পন্থের নামও রয়েছে? এই আইপিএলে যথেষ্ট সাড়া ফেলে দিয়েছিলেন পন্থ, তাঁর ভয়ডরহীন ব্যাটিংয়ে।

কিন্তু নির্বাচকেরা ভবিষ্যতের দিকে না তাকিয়ে অভিজ্ঞতার ওপর জোর দিলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি-জয়ী টিমের সদস্য ছিলেন কার্তিক।

ইংল্যান্ডের পিচে ভারতের সমস্যা হয়ে দাঁড়াতে পারে ব্যাটসম্যানদের ফর্ম। বিরাট কোহালি থেকে রোহিত শর্মা— কেউ ধারাবাহিক ভাবে বড় রান করতে পারছেন না। এর ওপর মণীশ সরে দাঁড়ানোয় চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই অধিনায়ক বিরাটের চিন্তা আরও বাড়তে পারে।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর