শুক্রবারের ম্যাচটা যে কারণে খুব কঠিন হবে নাইটদের জন্য


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০১৭, ১০:৫০ এএম
শুক্রবারের ম্যাচটা যে কারণে খুব কঠিন হবে নাইটদের জন্য

কাল ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে হায়দরাবাদকে হারিয়ে কোয়ালিফায়ারে উত্তীর্ণ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৬ ওভারে ৪৮ রান তাড়া করে ৪ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় গম্ভীর বাহিনী। ফলে এবারের শিরোপা জয়ের লড়াই হতে ছিটকে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ।

যদিও শুরুতে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ধাক্কা খেয়েছিল কলকাতা। তবে  ক্যাপ্টেনে গম্ভীরের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল কলকাতা। ১৯ বলে ৩২ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নাইট অধিনায়ক। ম্যাচের সেরা ২০ রানে তিন উইকেট নেওয়া নাথান কুল্টার নাইল।  

তবে আরো একটা চ্যালেঞ্জ সামনে রয়ে গেছে গম্ভীরদের। মুম্বাই বধ চ্যালেঞ্জ। শুক্রবার ফাইনালের ওঠার লড়াইয়ে চিন্নাস্বামীতেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে কিং খানের দল। আর সেটা যে বেশ কঠিন হবে তা বুঝা যাচ্ছে মুম্বাইয়ের সঙ্গে কলকাতার আগের লড়াইয়ের রেকর্ড থেকেই। কারণ রোহিত শর্মাদের বিরুদ্ধে সবশেষ ম্যাচে নিজেদের মাঠে হেরেছিল কলকাতা এবার মুম্বাইয়ের মাঠে লড়াই তাই হিসেব করেই পা ফেলতে হবে নাইটদের।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর