২৯৩ এর জায়গায় ৪০০ মিলিয়ন ডলারেও রাজি নয় ভারত


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৪:১৫ পিএম
২৯৩ এর জায়গায় ৪০০ মিলিয়ন ডলারেও রাজি নয় ভারত

 

আন্তর্জাতিক ক্রিকেট সংন্থা আইসিসি’র সর্বশেষ প্রস্তাবনায় ভারত লভ্যাংশ পাওয়ার কথা ২৯৩ মিলিয়ন ডলার। তবে আইসিসি ভারতের কাছে ৪০০ মিলিয়ন ডলারের বিশেষ প্রস্তাব রেখেছে। কিন্তু ৪০০ মিলিয়ন ডলারেও রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

রোববার ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরী বলেন, আইসিসির ৪০০ মিলিয়ন ডলারের প্রস্তাবটা আমাদের প্রত্যাশিত অঙ্কের চেয়ে অনেক কম। 

বিশ্ব ক্রিকেট থেকে আয়ে ভারতের বাজারের অবদান ৭০%। তাই এমন সিংহভাগ লভ্যাংশ ভারতের প্রাপ্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এখনও দল ঘোষণা করেনি ভারত। 

যদিও বাংলাদেশসহ আসরের বাকি সাত দল স্কোয়াড ঘোষণা করেছে বেধে দেয়া তারিখ ২৫শে এগ্রিলের মধ্যেই। ভারত কি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটা করবে?

ধারনা করা হচ্ছে, লভ্যাংশ বাটোয়ারা নিয়ে আইসিসিকে চাপে রাখতে এমনটি করেছে বিসিসিআই।  বিষয়টি নিয়ে সিদ্ধান্তের জন্য আগামী ৭ই মে বিশেষ সভা ডেকেছে বিসিসিআই।

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর