নতুন মুখের সন্ধানে কেকেআর


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৩:০৭ পিএম
নতুন মুখের সন্ধানে কেকেআর

নিজেদের দশম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে দলটির অধিনায়ক গৌতম গম্ভীর বলছেন, এই ম্যাচে তাদের কয়েকজন গেম চেঞ্জার দরকার।

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই দল। এক দলে আছেন বাংলাদেশের সাকিব, আরেক দলে আছেন মোস্তাফিজুর। কিন্তু দুজনকে মাঠে দেখার সম্ভাবনা খুব কম।

রোববার হিন্দুস্থান টাইমসে একটি কলাম লিখেছেন গম্ভীর। সেখানে তিনি বলছেন, ‘সানরাইজকে হারানো খুব কঠিন। শেখর ধাওয়ান, কেন উইলিয়ামসন দারুণ ছন্দে আছেন। আমি মনে করি এটা এমন একটা ম্যাচ যেখানে আমাদের কয়েকজন গেম চেঞ্জার দরকার।’

গম্ভীর তার কলামে আফগানিস্তানের রশীদ খানের বেশ প্রশংসা করেছেন। সাকিব সম্পর্কে কোনও ইঙ্গিত দেননি। হায়দরাবাদেরও একই অবস্থা। মোস্তাফিজ সম্পর্কে কারো মুখে শব্দ নেই। কেকেআর এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। সমান ম্যাচ খেলে ৫ জয় নিয়ে তিন নম্বরে হায়দরাবাদ।

সাকিবকে নামানো হয়েছিল গত সপ্তাহে। গুজরাটের বিপক্ষে। ওই ম্যাচে চার উইকেটে হেরে যায় কলকাতা। সাকিব ৩ ওভারে ৩১ রান খরচায় উইকেটশূন্য ছিলেন। বল খেলার সুযোগ পান একটি। পরের ম্যাচে বিশ্বসেরা অলরাউন্ডারের পরিবর্তে একাদশে ঢোকেন কলিন ডি গ্র্যান্ডহোম। মোস্তাফিজও প্রথম ম্যাচে নেমে খুব একটা ভালো করতে পারেননি। মুম্বাইয়ের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তার বোলিং ফিগার ছিল ২.৪-০-৩৪-০!


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর