কলকাতার বিপক্ষে হায়দরাবাদের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ১২:০৯ পিএম
কলকাতার বিপক্ষে হায়দরাবাদের সম্ভাব্য একাদশ

ওয়ার্নারদের হায়দরাবাদও অবশ্য কিংস ইলেভেন পঞ্জাবকে তাদের ডেরায় গিয়ে হারিয়ে আসার পর আত্মবিশ্বাসী। শনিবার আবার আশিস নেহরার আটত্রিশতম জন্মদিন ছিল। মোহালি থেকে হায়দরাবাদে ফেরার পথে বিমানেই নেহরার জন্মদিন পালন করেন যুবরাজ সিংহ-শিখর ধাওয়ানরা। অধিনায়ক ওয়ার্নার দলের একটি বিশেষ ভিডিওতে বলেছেন, এই মরসুমে প্রথম অ্যাওয়ে ম্যাচ জিতে আমরা আত্মবিশ্বাসী।’’ কোচ টম মুডি বলেছেন, ‘‘কয়েকটা সমস্যা ছিল। সেগুলো কাটিয়ে উঠেছি।

অপরদিকে, ঘরের মাঠে দিল্লি-বধ। সেই সঙ্গে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করে ফেলা। সব মিলিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে কলকাতা নাইট রাইডার্স শিবির। শনিবার বিকেলেই হায়দরাবাদে পৌঁছে গিয়েছেন নাইটরা। 

আজ রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে তাই আগ্রাসী ক্রিকেটের বার্তাই দিয়ে রাখছেন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর।

ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে দ্বৈরথের আগে সতীর্থ রবিন উথাপ্পাকে সহজাত আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়ার কথাই বলেছেন গম্ভীর। 

টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়ে অরেঞ্জ ক্যাপ জেতার দৌড়ে রয়েছেন দু’জনই। গম্ভীর ৯ ম্যাচে ৩৭৬ রান করে রয়েছেন তালিকার শীর্ষে। উথাপ্পা সমসংখ্যক ম্যাচে ৩৩১ রান করে তিন নম্বরে।

দেখুন হায়দরাবাদের সম্ভাব্য একাদশ-

হায়দরাবাদ একাদশ (সম্ভাব্য): ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, মোয়েসেস হেনরিকস, যুবরাজ সিং, বেন কাটিং/ মোহাম্মদ নবী, দীপক হুদা, নামান ওঝা, বীপুল শর্মা, রশিদ খান/ মোস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা।

 

গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর