হঠাৎ হারিয়ে যাওয়া রকিবুলের ব্যাটে জাদু


প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৭:১৭ পিএম
হঠাৎ হারিয়ে যাওয়া রকিবুলের ব্যাটে জাদু

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডে সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ব্যাট হাতে চমক দেখিয়েছেন রকিবুল হাসান। যার ফলে চতুর্থ রাউন্ড শেষে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন সপ্তম অবস্থানে আছে মোহামেডান। আর এক জয় নিয়ে নবম অবস্থানে আছে খেলাঘর।

বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ১৯০ রানের সহজ টার্গেটে খেলতে নেমে রকিবুলের ৭৬ রানের সুবাধে ছয় উইকেটে জয় লাভ করে মোহামেডান। 

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৮৯ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। দলের পক্ষে রবিউল ইসলাম রবি ৬৩ ও অমিত মজুমদার ৫৩ রান করেন। মোহামেডানের পক্ষে কামরুল ইসলাম রাব্বী ২টি, মোহাম্মদ আজিম ২টি, তাইজুল ইসলাম ২টি, এনামুল হক জুনিয়র ৩টি ও শামসুর রহমান ১টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

ফল: চার উইকেটে জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ইনিংস: ১৮৯ (৪৫.৪ ওভার)

(রবিউল ইসলাম রবি ৬৩, সালাউদ্দিন পাপ্পু ০, নাফিস ইকবাল ১৯, অমিত মজুমদার ৫৩, নাজিমউদ্দিন ১৩, নাজমুস সাদাত ০, সাদিকুর রহমান ৪, মাসুম খান ১৬*, ডলার মাহমুদ ৮, আরিফুল ইসলাম ৫, তানভীর ইসলাম ০; কামরুল ইসলাম রাব্বী ২/২৮, মোহাম্মদ আজিম ২/২৫, তাইজুল ইসলাম ২/৩৯, সৈকত আলী ০/১৮, এনামুল হক জুনিয়র ৩/৩৩, শামসুর রহমান ১/৪২)

মোহামেডান স্পোর্টিং ক্লাব ইনিংস: ১৯০ (৪৪.৫ ওভার)

(সৈকত আলী ২০, রনি তালুকদার ২৭, অভিনাব মুকুন্দ ৩৫, শামসুর রহমান ০, রকিবুল হাসান ৭৬*, অভিষেক মিত্র ০, নাজমুল হোসেন মিলন ৬, তাইজুল ইসলাম ১৪*; নাজমুস সাদাত ১/২৯, ডলার মাহমুদ ০/২৬, তানভীর ইসলাম ১/২৬, সাদিকুর রহমান ০/৪০, আরিফুল ইসলাম ০/৪৩, রবিউল ইসলাম রবি ৩/২০)

প্লেয়ার অব দ্য ম্যাচ: রকিবুল হাসান (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর