অবশেষে আইপিএলে যোগ দিচ্ছেন স্যামুয়েল


প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০৩:১৩ পিএম
অবশেষে আইপিএলে যোগ দিচ্ছেন স্যামুয়েল

চলতি আইপিএলের নিলামে ছিলেন স্যামুয়েলস; তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। তবে কোনো দলই এই ওয়েস্ট ইন্ডিয়ান তারকাকে কিনেনি।  অবশেষে ভাগ্য খুলে যাচ্ছে এই ক্যারিবিয়ান তারকার।  ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন কুইন্টন ডি কক। গত মাসে নিউজিল্যান্ড সিরিজে ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন ডি কক।  আর এতেই ভাগ্য খুলে গেল স্যামুয়েলের।  ডি ককের বদলি হিসেবে চলমান আইপিএলের বাকি ম্যাচগুলো জন্য মারলন স্যামুয়েলসকে দলভূক্ত করেছে দিল্লি ডেয়ারডেভিলস। আগামী ২৯ এপ্রিল দিল্লির স্কোয়াডের সঙ্গে স্যামুয়েলসের যোগ দেয়ার কথা রয়েছে।

২০১৩ সালে সর্বশেষ আইপিএলে পুনে ওয়ারিওর্সের হয়ে খেলেছিলেন স্যামুয়েলস। এর আগের বছরও একই দলের হয়ে খেলেন তিনি। ২০১২ সালে মাত্র দুই ম্যাচ খেলে যথাক্রমে ৫ ও ৩ রান করেছিলেন এই ক্যারিয়ান তারকা এবং একটি উইকেট নেন তিনি। আর ২০১৩ সালে ৮ ম্যাচে ১২৪ রান করার পাশাপাশি ৮টি উইকেট নেন স্যামুয়েলস।

সব মিলিয়ে স্বীকৃতি টি-টোয়েন্টিতে স্যামুয়েলসের ক্যারিয়ারটা সমৃদ্ধই। ২০০৬ সালে অভিষেকের পর থেকে এই পর্যন্ত ১৪৯টি ম্যাচে দুটি সেঞ্চুরির সাহায্যে ৩২.৬৬ গড়ে ৩৭৫৭ রান করেছেন এই ক্যারিবিয়ান তারকা। ৭.০১ ইকোনমি রেটে ৬৮টি উইকেটও নেন তিনি।

ছয় ম্যাচের চারটিতে হেরে আট দলের টুর্নামেন্টে আপাতত সাত নম্বরে রয়েছে দিল্লি। আগামী শুক্রবার নিজেদের পরের ম্যাচে টেবিলের শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে জহির খানের দল। অবশ্য সেই ম্যাচে স্যামুয়েলসকে পাচ্ছে না দিল্লি।


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর