‘যেকোনো টার্গেট মোকাবেলায় প্রস্তুত কলকাতা’


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৭, ২০১৭, ০১:৫৭ পিএম
‘যেকোনো টার্গেট মোকাবেলায় প্রস্তুত কলকাতা’

ক্রিকেটকে বলা হয় ‘অনিশ্চয়তার খেলা’। তার মধ্যে ছোট ফর্মেটের টি-টোয়েন্টি তো আরো বেশি দোদল্যমান। আইপিএল এর মতো চরম উত্তোজনা পূর্ণ টুর্নামেন্টে যেকোনো কোনো রান তাড়া করতে প্রস্তুত রয়েছে কলকাতা নাইট রাইডারস- এমন কথা শুনালেন দলপতি গৌতম গাম্ভির। আইপিএল আসরের প্রতিটি বল ও মুহুর্তে লুকিয়ে থাকে বারুদ। কখন কি হবে কেউ আগে থেকে বলতে পারে না। তবুও আশাবাদি গাম্ভির। বলেন, ‘আমি মনে করি, লক্ষ্য তাড়া করার যথেষ্ট যোগ্যতা আমাদের আছে। এতে আমরা আত্মবিশ্বাসী, যেকোনো লক্ষ্য তাড়া করে জিততে পারবো।’

গতকাল রাইসিং পুনে সুপারজায়েন্টদের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয় কলকাতা। আট ম্যাচের মধ্যে ৬ ম্যাচ জয় পেয়ে শীর্ষে রয়েছে তারা। ৪৭ বলে রবিন উথাপা করেন ৮৭ রান আর ৪৬ বলে ৬২ রান যোগ করেন গাম্ভির। ‘জয়ের জন্য আমাদের সবার ভূমিকা বলা মতো ছিলো। তবে কমলা রংয়ের কেপ কোনো বিষয় না, যদি না দল জিততে পারে। ভালো রান তাড়া করে আমরা জিতেছি। এটা ভালো দিক। কঠিন সময়েও আত্মবিশ্বাস রাখি। মনে করি, সে কাজটি করতে পারবো’, যোগ করেন গাম্ভির। 

ম্যাচের দুর্বল পয়েন্ট নিয়ে তিনি আরো বলেন, ‘ম্যাচটিতে আমরা অনেকগুলো ক্যাচ মিস করেছি। এর জন্য তারা বেশি রান তুলতে পেরেছে। এ বিষয়ে আমাদের আরো কাজ করতে হবে। যদিও এটা মাঝে মধ্যে হয়ে থাকে।’


গো নিউজ২৪/এনএফ

খেলা বিভাগের আরো খবর