আড়াই বছর পর মাঠে ফিরলেন সৈয়দ রাসেল


প্রকাশিত: এপ্রিল ২৬, ২০১৭, ০৭:৩৮ পিএম
আড়াই বছর পর মাঠে ফিরলেন সৈয়দ রাসেল

জাতীয় দলের সাবেক বাঁ-হাতি মিডিয়াম ফাস্ট বোলার সৈয়দ রাসেলকে এতো দিনে হয়তো ভুলতে বসেছেন সবাই। দীর্ঘ আড়াই বছর নাগাদ মাশরাফিদের সঙ্গে মাঠে নামা হয় না তার। তাই মনে হতে পারে তাকে তো ভুলে যাওয়া দোষের কিছু নয়। 

অথচ এই সৈয়দ রাসেলই একসময় বাংলাদেশ জাতীয় দলের জন্য অনেক কিছুই করেছেন। কাঁধের ইনজুরি তাকে পেছনে ফেলে না দিলে হয়তো মোস্তাফিজের মতো তিনিও পেতেন তারকা খ্যাতি। 

সেই ২০১৫ সালের ফেব্রুয়ারির পর আর প্রতিযোগীতামূলক ক্রিকেটে দেখা যায়নি সৈয়দ রাসেলকে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ ম্যাচ খেলেছিলেন প্রায় আড়াই বছর আগে।

২০১৪ সালের ২৪ ডিসেম্বর কলাবাগান ক্রিকেট অ্যাকাডেমির হয়ে সর্বশেষ এই আসরে খেলেছিলেন তিনি। সেই সৈয়দ রাসেল আবারও লিজেন্ড অব রুপগঞ্জের হয়ে বিকেএসপির তিন নম্বর মাঠে ফিরলেন ফিরলেন এই আসরে।

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের মুম্বাইয়ে চিকিৎসা নিয়ে ফিরেছেন সৈয়দ রাসেল। ফিরেই রুপগঞ্জের হয়ে চলতি লিগের চতুর্থ ম্যাচেই মাঠে নেমে গেলেন। যদিও ৩২ বছর বয়সী বাঁ-হাতি এই পেসার তাঁর ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি। তবে বরাবরের মতই ছিলেন মিতব্যয়ী। চার ওভার বল করে দিয়েছেন ১৮ রান।
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর