মাশরাফির অবসরে বিন্দুমাত্র বিস্মিত হননি হাথুরুসিংহে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৯:২৮ পিএম
মাশরাফির অবসরে বিন্দুমাত্র বিস্মিত হননি হাথুরুসিংহে

ভক্ত-সমর্থক ও সতীর্থদের বুঝে ওঠার আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।  শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমে টসের সময় বলে দিলেন সাকিব-মুশফিকদের সঙ্গে স্বল্প ওভারের ম্যাচে তিনি আর খেলবেন না। 

মাশরাফির হঠাৎ অবসর নেওয়ার জন্য সবাই দায়ী করেছিলেন জাতীয় দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংয়ে ও প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে। মাশরাফির অবসরের বিষয়ে পাপন মুখ খুললেও চুপ ছিলেন হাথুরুসিংহে।  

তবে এবার মাশরাফির আকস্মিক অবসর নিয়ে মুখ খুললেন তিনিও। জানিয়েছেন, এই ঘটনা তাকে মোটেও বিস্মিত করেনি। তবে টসের সময় মাশরাফি থেকে এমন ঘোষণা আশা করেননি তিনি।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে মাশরাফির অবসর নিয়ে হাথুরাসিংহে বলেন,‘ আমি তার (মাশরাফি) অবসরে মোটেও বিস্মিত হয়নি। আসলে সব ভালো খেলোয়াড়ই জানে কখন তাকে অবসর নিতে হবে। ’

সতীর্থ-স্টাফ সবাই মাশরাফির শ্রদ্ধার পাত্র উল্লেখ্য করে হাথুরু বলেন, ‘দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা মাশরাফিকে শ্রদ্ধা করে।  এটা সে অর্জন করে নিয়েছে। তার মতো খেলোয়াড় ভালো করেই জানে, কখন অবসর নিতে হবে। আমি মনে করি, সেটাই ঘটেছে।টি-টোয়েন্টিতে খুব বেশি চ্যালেঞ্জ ছিল না তার সামনে। মাশরাফি হয়তো এটাই মনে করেছে। অবসরের জন্য ওটাকেই উপযুক্ত সিরিজ মনে করেছিল সে। ’

টসের সময় মাশরাফির অবসরের ঘোষণা দেওয়াটা আশা করেননি জাতীয় দলের কোচ।  বলেন,  ‘আমি তার কাছ থেকে আশা করতে পারিনি যে, টসের সময় সে ঘোষণাটা দিয়ে ফেলবে।যা হোক, আমি মনে তরি ওটা তার জন্য হয়তো ভালো সময়ই ছিল। কারণ ভালো খেলোয়াড়রা জানে, কখন সরে পড়তে হবে। যখন তাদের পারফরম্যান্স ভালো থাকেনা অথবা দেখা যায় যে, তাদের আর সামনে আগানোর কিছু নেই।’

খেলা বিভাগের আরো খবর