৪৯ রানে অলআউট’ লজ্জা ভোলাতে পারবেন কি কোহলিরা?


প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৭:৪৬ পিএম
৪৯ রানে অলআউট’ লজ্জা ভোলাতে পারবেন কি কোহলিরা?

আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে বর্তমান চ্যম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন ও চ্যানেল নাইন।

এদিকে সাত ম্যাচের চারটিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে সাত ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

মজার ব্যাপার হলো, রবিবারের ইডেনে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নেমেও গম্ভীরের কলকাতার কাছে ৪৯ রানে অলআউট হয়ে বেশ চাপে কোহলিরা।  ক্রিস গেল, বিরাট কোহালি, এ বি ডিভিলিয়ার্সের মতো তিন বাঘা হার্ডহিটার দলে থাকা সত্ত্বেও বিপর্যয় ঘটে বেঙ্গালুর শিবিরে। তা নিয়ে প্রশ্ন তোলে অনেকেই।  

তবে আজকের একমাত্র ম্যাচে ওয়ার্নারদের বিপক্ষে সেই ৪৯ রানের লজ্জা কি সমর্থকদের ভোলাতে পারবে কোহলিরা? সেটাই এখন দেখার বিষয়। অবশ্য তার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ সময় পর্যন্ত। 

দুই দলের (সম্ভাব্য) একাদশ-

সানরাইজার্স হায়দরাবাদ (সম্ভাব্য) একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, নামান ওঝা (উইকেটরক্ষক), টি সুমন, আশিষ রেড্ডি, মইসেস হেনরিকস, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও আশীষ নেহরা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সম্ভাব্য) একাদশ:  ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, কেদার জাদভ, মানদীপ সিং, স্টুয়ার্ট বিনি, স্যামুয়েল বাদ্রি, পবন নেগি, অ্যাডাম মিলনে, এস অরবিন্দ,  জুভেন্দ্র চাহাল। 

খেলা বিভাগের আরো খবর