মোস্তাফিজকে পড়ে ফেলেছে ব্যাটসম্যানরা: মাশরাফি


প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৬:৫৭ পিএম
মোস্তাফিজকে পড়ে ফেলেছে ব্যাটসম্যানরা: মাশরাফি

গত বছর সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিল মোস্তাফিজুর রহমান। আর তাকেই কিনা সাইড বেঞ্চে বসে সতীর্থদের খেলা উপভোগ করতে হচ্ছে। 

মূল ব্যাপার হচ্ছে, ইনজুরি পরবর্তী দীর্ঘ দিন পর মাঠে ফিরে পুরোনো ছন্দে ফিরতে ব্যর্থ টাইগার দলের এই কাটার মাস্টার। এদিকে সামনে ত্রিদেশী সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি। আসর গুলোতে কেমন ফল করবেন মোস্তাফিজ এখন সেটাই দেখার বিষয়।  

তবে এসব নিয়ে দেশ ছাড়ার আগে মঙ্গলবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদ সম্মেলনে কথা বলেন অধিনায়ক মশিরাফি বিন মোর্তজা।  নানা বিষয় নিয়েই কথা বলেন তিনি। কথা বলেন মোস্তাফিজকে নিয়েও।

মোস্তাফিজের কঠিন সময় এটা। এই সময়ে ওকে চাপে না রেখে নির্ভার রাখতে চান মাশরাফি। আর সেটা হলে আগামীতে ভালো সুফল পা্ওয়া যাবে বলে মনে করেন তিনি। মাশরাফি বলেন,‘দেখেন, আমরা যদি ওকে চাপে রাখি তাহলে ওর জন্য কাজগুলো আরও কঠিন হবে। ও এরই মধ্যে প্রমাণ করেছে, ভবিষ্যতের জন্য বাংলাদেশের বড় সম্পদ। ওর প্রতি আমাদের যে প্রত্যাশা, সেটা প্রকাশ না করে যদি ওকে নির্ভার রাখতে পারি। তাহলে আগামী ১০ বছর আমাদের জন্য দারুণ সম্পদ হয়ে উঠবে মুস্তাফিজ।’

অধিনায়ক বলেন ,‘এখন ওকে (মোস্তাফিজ) কষ্ট করে উইকেট নিতে হবে। কারণ ওকে পড়ে ফেলেছে ব্যাটসম্যানরা। প্রত্যেকটা দলে সেরা পর্যায়ের কম্পিউটার অ্যানালিস্ট থাকে। ওর সব শক্তির দিক ওরা বের করছে।’

 ইনজুরি এবং কাঁধের অস্ত্রপচারকে মোস্তাফিজের জন্য বড় ঘটনা হিসেবে দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। আর এটাই কাটার বয়কে কঠিন পরিস্থিতির সামনে দাঁড় করিয়েছে। মাশরাফি বলেন,‘মুস্তাফিজের জন্য আরও বড় সমস্যা হয়েছে ওর ইনজুরি। তিন-চার মাস হলো চোট থেকে সেরে উঠেছে। এছাড়া ওর বয়সও মাত্র ২০ বছর। সব কিছু মিলিয়ে ওর দিকে যদি তাকান, ওর জন্য এখন পরিস্থিতি খুব কঠিন।’

খেলা বিভাগের আরো খবর