আজ মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দরাবাদ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৫, ২০১৭, ০৩:১৪ পিএম
আজ মুখোমুখি বেঙ্গালুরু ও হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের আজকের একমাত্র খেলায় মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। সাত ম্যাচের চারটিতে জয় পেয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে আছে সানরাইজার্স হায়দরাবাদ। অপরদিকে সাত ম্যাচের পাঁচটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে আছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বুঝাই যাচ্ছে বেঙ্গালুরুর জন্য আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, সনি ইএসপিএন ও চ্যানেল নাইন।

এদিকে, রবিবারের ইডেনে ৪৯ রানে অলআউট হওয়ার ধাক্কা কতটা সামলে উঠতে পেরেছে কোহালিদের মহাতারকা ব্যাটিং লাইন-আপ, সেটাই দেখার অপেক্ষায় থাকবে ক্রিকেট মহল। কোহালি নিজে ইডেনে হারের পর বিমর্ষ হয়ে ছিলেন। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে বলে যান, ‘‘এই ব্যাটিং বিপর্যয়ের কোনও ব্যাখ্যাই হয় না। এই পারফরম্যান্স মেনে নেওয়া যায় না।’’ ক্রিস গেল, বিরাট কোহালি, এ বি ডিভিলিয়ার্সের মতো তিন সেরা ব্যাটসম্যান থাকা সত্ত্বেও ৪৯ রানে অলআউটের লজ্জা ধেয়ে এল তাঁদের দিকে। কে বলবে, একই টিম আইপিএল ইতিহাসের সর্বোচ্চ স্কোরেরও অধিকারী। শোকস্তব্ধ কোহালি ম্যাচের পর বলে গেলেন, ‘‘এই মুহূর্তে আমার কিছুই বলতে ইচ্ছে করছে না।’’ ভুবনেশ্বর কুমারের সুইংয়ের সামনে তাঁকে বড় পরীক্ষার মধ্যে পড়তে হতে পারে আজ।

দেখে নিন দুই দলের (সম্ভাব্য) একাদশ-

সানরাইজার্স হায়দরাবাদ (সম্ভাব্য) একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, নামান ওঝা (উইকেটরক্ষক), টি সুমন, আশিষ রেড্ডি, মইসেস হেনরিকস, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান এবং আশীষ নেহরা।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (সম্ভাব্য) একাদশ:  ক্রিস গেইল, বিরাট কোহলি (অধিনায়ক), ট্র্যাভিস হেড/ এবি ডি ভিলিয়ার্স, কেদার জাদভ, মানদীপ সিং/ হারপ্রীত সিং, স্টুয়ার্ট বিনি, শেন ওয়াটসন/ স্যামুয়েল বাদ্রি, পবন নেগি, অ্যাডাম মিলনে/ বিলি স্ট্যানলেক, এস অরবিন্দ,  জুভেন্দ্র চাহাল। 


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর